বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৪:৪২:০০

কাজের মধ্যে থেকেই মরতে চান টেলি সামাদ

কাজের মধ্যে থেকেই মরতে চান টেলি সামাদ

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার অন্যতম কমেডিয়ান অভিনেতা টেলি সামাদ। দীর্ঘদিন তিনি নেই পর্দাতে। তবে এবার পর্দার বাইরের মানুষ হয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন একটি ধারাবাহিক পরিচালনায়।

এ প্রসঙ্গে টেলি সামাদ বলেছেন, ‘অল্প কিছুদিন পরেই এর দৃশ্যায়ণ কাজ শুরু করব। গল্পের মধ্যে একটি মেজাজ রয়েছে। এখন শুধু এটুকু বলতে পারব মেয়েটি এক ধর্মের ছেলেটি অন্য ধর্মের। এরপর তাদের মধ্যে ঘটনাক্রমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বাকিটা পর্দায় দেখতে হবে’।

টেলি সামাদের ইচ্ছে তার নাটকটিতে প্রথম শ্রেণীর শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীরাও থাকবে। তিনি জানান, ‌‘যদিও শিল্পী নির্বাচনে এখনও টেবিল ওয়ার্ক চলছে। এখন আমি নামগুলো বলতে চাই না। তবে পুরোনদের পাশাপাশি নতুনরাও থাকবে'।

খুব মজার ও আড্ডাপ্রিয় মানুষ টেলি সামাদ। আড্ডা দিতে তিনি প্রচণ্ড ভালোবাসেন। কিন্তু বয়সের ভারে এখন আর আগের মত আড্ডা তিনি দিতে পারেন না। শরীরও তার আগের মত নেই।

তিনি বলেন, ‘প্রতিদিন মিনিটে মিনিটে আমার মধ্যে মৃত্যুর ভাবনা কাজ করে। আমার বাবা, ভাই, চাচা অনেক আগেই মারা গেছেন। আমি আমার কাছের মানুষকে বলি- তোরা কি তোদের বাবা মাকে কে মনে করিস? আমার সামনে প্রতি মিনিটে মিনেটে আমার বাবার চেহারা ভেসে উঠে’।

সাবেক রাষ্ট্রপতি ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ ছিলেন টেলি সামাদের আপন চাচা। টেলি সামাদকে তিনি খুব ভালোবাসতেন। এছাড়া তার বড় ভাই আব্দুল হাই ছিলেন স্বনামধন্য একজন চারুশিল্পী। টেলি সামাদ তার ভাইয়ের মৃত্যুতে খুব আহত হন। যা ভুলার মত নয়। তবে টেলি সামাদও চান কাজের মধ্যে থেকেই মারা যেতে।

এখনও অভিনয়ের ইচ্ছে আছে টেলি সামাদের। কাজকে তিনি ভালোবাসেন। ভালোবাসেন অভিনয়। অভিনয়টা মিশে আছে তার রক্তে। তাই সে এখনও চান অভিনয় করতে।

তিনি বলেন, ‘এখন কোন পরিচালক যদি তার ছবিতে আমাকে অভিনয়ের জন্য নেন। তাহলে অভিনয় করব। কয়েকজন পরিচালক বলছেন তাদের ছবিতে অভিনয় করার জন্য। আমি বলেছি আর কয়েকটা দিন যাক, এরপর অভিনয় শুরু করব। অভিনয়কে যে ভালবাসে, সে যদি অভিনয় থেকে দূরে থাকে তাহলে এমনিতেই মারা যাবে’। সূত্র: প্রিয়.কম
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে