রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৬:৩৭

চলচ্চিত্রে কাজ করা আর নির্বাচনে অংশ নেয়া সমান কথা : ফারিয়া

চলচ্চিত্রে কাজ করা আর নির্বাচনে অংশ নেয়া সমান কথা : ফারিয়া

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ছবি হিরো ৪২০। এই ছবিটিতে নুসরাত ফারিয়া, ওম এবং রিয়া সেনের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। এই সিনেমায় কাজের জন্য বেশ কয়েক সপ্তাহ থেকেই ঢাকা টু কলকাতা যাতায়াত করছেন ফারিয়া। এত দৌড়ঝাঁপ করতে করতে যেন হাঁপিয়ে উঠেছেন তিনি।

অপরদিকে সিনেমাটির নায়ক ওমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। টানা কয়েকমাস থেকে কলকাতা টু ঢাকা যাতায়াতের কারণে যেন ক্লান্ত হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে ঢাকায় একবার ছিনতাই কারীর কবলেও পড়েছেন তিনি। তবে বর্তমানে রূপালি পর্দায় ঝমঝমাট হয়ে উছেছে এ জুটির রসায়ন। ছবিটি মুক্তির পরেও থেমে নেই তাদের দৌড়ঝাঁপ।

এরই মধ্যে ঢাকা এবং কলকাতার বেশ কয়েকটি চ্যানেলে হাজির হতে হয়েছে তাদের। হাজির হতে হয়েছে অনেকগুলো সিনেমা হলেও। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র নিয়ে মিডিয়ার আলোচনার যেন শেষ নেই। তবে চলচ্চিত্র যখন বর্তমান সময়ে অনেক মহামন্দা বাজার পার করছে ঠিক সেই সময়ে সুপার ডুপার হিট ছবির দেখা না মিললেও এই ছবিটি দর্শকদের কিছুটা হলেও মনের খোরাক যোগার করে দিতে পারবে বলেই আশা করছেন টিম হিরাে ৪২০।

ওমের মতে, ‘দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবে এটি একটি অন্য ধরণের সিনেমা। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। কারণ যখন সিনেমাটির প্রচারের জন্য আমরা হলে গিয়েছিলাম তখন অনেকই আমাকে বাংলাদেশি এবং ফারিয়াকে কলকাতার মেয়ে মনে করেছেন। আমার অনেক ভালো লেগেছে দর্শকদের এতো এতো উৎসাহে’।

ফারিয়ার মতে, ‘আসলে চলচ্চিত্র অঙ্গন যে এত বিশাল জায়গা তা আগে কখনো বুঝতে পারিনি। এই সিনেমায় অভিনয় করে তার অনেক কিছুই জানতে পারলাম। আমার মতে চলচ্চিত্রে কাজ করা, আর নির্বাচনে অংশ গ্রহণ করা সমান কথা। কারণ এখানেও জনগন বা দর্শকই সকল ক্ষমতার উৎস। কাউকে ভালো লাগলেই তার সিনেমা দেখতে দর্শক হলে আসে। আমার কাছে মনে হলো তারা সাবাই আমার ভোটার’।

উল্লেখ্য, বারংবার বাংলা ছবিতে ইংরেজি নাম ব্যবহার না করার সরকারি নির্দেশ এলেও তা মানেনি এই ছবির নির্মাতারা। বারবারই ছবির নাম হিসেবে ব্যবহার কর হচ্ছে ইংরেজি শব্দ। আর তাই এই ছবিটি মুক্তির বিষয়ে পেহাতে হয়েছে অনেক ঝামেলা। অবশেষে ধোঁয়াশা কাটিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশে একযোগে ৮৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার এই ছবিটি।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে