রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০২:১৭

পায়ে হেঁটে পাকিস্তানে অভিনেত্রী শর্মিলা

পায়ে হেঁটে পাকিস্তানে অভিনেত্রী শর্মিলা

বিনোদন ডেস্ক : লাহোর সাহিত্য উৎসবে যোগ দিতে চারদিনের পাকিস্তান সফরে গিয়েছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।  জনপ্রিয় ভারতীয় এই অভিনেত্রী সাহিত্য উৎসবের অনুষ্ঠানে যোগ দেয়ায় অভিভূত লাহোর সাহিত্য উৎসবের আয়োজকরা।

ভারতের সঙ্গে কূটনৈতিক শত্রুতা থাকলেও শর্মিলার আপ্যায়নে ত্রুটি রাখেনি পাকিস্তান।  নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।  পাক আপ্যায়নে মুগ্ধ হয়ে সফরের মেয়াদ একদিন বাড়িয়েছেন নবাব পত্নী অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

১৭ ফেব্রুয়ারি লাহোর সাহিত্য উৎসবে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন শর্মিলা।  ওইদিন পায়ে হেঁটে পেরিয়েছিলেন আত্তারি-ওয়াঘা আন্তর্জাতিক সীমানা।  

এ বিষয়ে তিনি বলেছেন, পাকিস্তানে এর আগেও অনেকবার এসেছি।  পায়ে হেঁটে সীমানা পার করা একটা আলাদা অভিজ্ঞতা।

শনিবার রাওয়ালপিন্ডিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে ডিনারে যোগ দিয়েছিলেন শর্মিলা ঠাকুর।  সূচি অনুযায়ী, রোববার তার দেশে ফেরার কথা ছিল।  

উপযুক্ত নথি না থাকায় পাক সীমান্তে তার পথ আটকায় পাক সেনারা।  খানিক বিলম্বে দেশের মাটিতে পা রাখার ছাড়পত্র মিললেও এদিন আর ভারতে ফেরেননি শর্মিলা।

সফরের মেয়াদ আরো একদিন বাড়িয়ে নেন পাকিস্তানে।  সোমবার ভারতে ফিরবেন ৭১ বছরের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে