সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০১:২০:১১

হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে, ভেসে গেছে ৫০টি গ্রাম

হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে, ভেসে গেছে ৫০টি গ্রাম

আখাউড়া থেকে : গত কয়েক দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। রোববার দুপুরের এ ঘটনায় উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ফসলি জমি এবং পুকুরের মাছ।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে বাঁধ ভেঙে যায়। অথচ গত দুই মাস আগেই বাঁধটি মেরামত করার কথা ছিল। কিন্তু ঠিকাদারের গাফলতির কারণে বাঁধ ভেঙে গেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

বাঁধ ভাঙার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ শামছুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, গত দুইমাস আগে এই বাঁধটি মেরামত করার কথা ছিল। কিন্তু ঠিকাদারের গাফলতির কারণে বাঁধটি ভেঙে ফসলি জমি এবং পুকুর তলিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘তবে এই পানি স্থায়ী হবে না। তারপরও আমরা এলাকার খোঁজ-খবর নিচ্ছি। দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের কসবা-আখাউড়া অঞ্চলে দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী লিটন চৌধুরী জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠিকাদারের গাফলতির কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামতের আশ্বাস দেন তারা।

জানা যায়, প্রায় ৭০ মিটারের বাঁধটি মেরামত করার জন্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১৮ লাখ টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান বাক্কী এন্টার প্রাইজকে দেওয়া হয়েছিল। এ ব্যাপারে একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বতাধিকারী মো, বাক্কী মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে