রবিবার, ০৬ মে, ২০১৮, ১১:৫৯:২০

ফলাফল দেওয়ার আগেই দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

ফলাফল দেওয়ার আগেই দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়া থেকে : ফলাফল দেওয়ার আগেই দুই এসএসসি পরীক্ষার্থী নিহত।  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন মারা গেছে।

উপজেলার শাহপুরে কসবা-কুটি সড়কে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত আরও একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকালের দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলো কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসু মিয়ার ছেলে নুরুল আমিন (১৬), কুটি গ্রামের ইদন মিয়ার ছেলে ফয়সাল মিয়া এবং উপজেলার মইনপুর গ্রামের সজল মিয়া (১৬)। এদের মধ্যে ফয়সাল ও নুরুল আমিন এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন বন্ধু একটি মোটরসাইকেল দিয়ে কুটি থেকে কসবা যাচ্ছিল। মোটরসাইকেলটি শাহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা থেঁতলে যায়। ঘটনাস্থলেই নুরুল আমিন মারা যায়।

আহত অবস্থায় কসবা উপজেলার মইনপুর গ্রামের সজল মিয়া, কুটি গ্রামের ফয়সাল মিয়া ও শান্তিপুর গ্রামের ছোটন মিয়াকে (২০) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে ফয়সাল ও সজল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসাধীন রয়েছেন ছোটন মিয়া।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নুর-ই-আলম বলেন, নিহত ব্যক্তিরা প্রত্যেকে মাথায় আঘাত পেয়েছিল।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনজন মারা গেছে। আহত একজন। কারও লিখিত কোনো অভিযোগ না থাকায় স্বজনেরা তাদের লাশ নিয়ে গেছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে