রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ১০:৪৮:০১

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিজ্ঞাপন: সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিজ্ঞাপন: সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ইব্রাহিম রনি, চাঁদপুর : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চাঁদপুরের এক ইউপি চেয়ারম্যান কর্তৃক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের খবরে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ‘ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইউপি চেয়ারম্যানের বিজ্ঞাপন!’ শিরোনামের ওই খবর প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় কেউ ওই চেয়ারম্যানের ‘বোধের অভাব, চিকিৎসা দরকার’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ তার সম্পদের হিসাব দাবি করেছেন। অনেকেই তাকে নিয়ে করছেন নানা ধরনের হাস্যরস।

ফেসবুকে সাইদুল ইসলাম মন্তব্য করেন, অবৈধ টাকা হলে যা হয়। এম ই মেহেদী হাসান নামে একজন বলেছেন, কাজ নাই তো আর কি করবে। আমেরিকা নিয়ে চিন্তা না করে নিজের দেশকে নিয়ে চিন্তা করেন। আর না হলে আপনি আমেরিকা গিয়ে রাজনীতি করেন।

খন্দকার জাহিদের মন্তব্য, এই লোক কি করে চেয়ারম্যান হলো, কলঙ্ক।

ওয়াসিউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, এই হলো খান্দানী চামিচ (চামচা)।

বিজয় বিশ্বাস নামে একজন মন্তব্য করেছেন, এই তো বাংলার রাজনৈতিক নেতা। তেল দেওয়াটা দেশের বাইরেও চলে যাচ্ছে নাকি! এতদিন তো দেখতাম নিজ দলের নেতাদের তৈল দিতো; তা আবার বিদেশে রফতানি হচ্ছে।

জাহাঙ্গীর আলমের মন্তব্য, চামচামি। এ রকম পাগল বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করতেছে।

হাদি উজ্জামান বলেন, এরা হলো আমাদের জনপ্রতিনিধি। যাহাদের কোনো বুঝ নাই কোথায় কি করতে হয়।

ইমরানুল হোসাইন বলেছেন, ট্রাম্প হেতেরে আগামীবার চেয়ারম্যান বানাইব ত!! এমন নানা ধরনের শত শত মন্তব্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বালু ব্যবসায়ী সেলিম খানের নিজ পত্রিকা চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর বার্তার প্রথম পাতার বিশাল অংশজুড়ে ওই শুভেচ্ছা বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। এতে লেখা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেক্ট্ররাল ভোটে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঐতিহাসিক বিজয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। -বাংলা ট্রিবিউন।
১৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে