রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৮:৩৮

জেএসসি পরীক্ষায় ফেল করার কারণে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

জেএসসি পরীক্ষায় ফেল করার কারণে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

চাঁদপুর থেকে: চাঁদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) অকতৃকার্য হয়ে ফেরদৌসী আক্তার নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় ফারজানা আক্তার (১৫) নামে সপ্তাম শ্রেণীর এক শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ফলাফল ঘোষণা করার পর বিকেল ৪টার দিকে লজ্জায় ফারজানা ও একই সময় ফেরদৌসী আত্মাহত্যা করে।ফারজানা চাঁদপুর শহরের মাঝি বাড়ির দুলাল গাজীর এবং ফেরদৌসী ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মানিক সরদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ফেরদৌসী পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার দুপুরে ফলাফল ঘোষণা পর সে অকতৃকার্য হয়েছে জানতে পেরে লজ্জায় ঘরের কক্ষ বন্ধ করে সিলিং এর কাঠে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। তাকেও উদ্ধার করে সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে ফারজানা চাঁদপুর শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

সে সপ্তম শ্রেণীতে একাধিক বিষয়ে অকতৃকার্য হওয়ায় ক্ষোভে বিষপানে আত্মহত্যা করে। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম মৃত বলে জানান।
চাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ ফারজানা ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ফেরদৌসীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত তারা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে। তবে তাদের আত্মহত্যার পেছনে কোনো প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে