মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০৯:২৭:২৮

জাবিতে সাহায্য চাইতে গিয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

জাবিতে সাহায্য চাইতে গিয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জঙ্গী সন্দেহে চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে আসা এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার  বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এ ঘটনা ঘটে। সোপর্দকৃত ব্যক্তির নাম ছালাতুর রহমান স্টেলিন। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, স্টেলিন নামে এক ব্যক্তি গতকাল রবিবার বিকেলে হৃদরোগের চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে রেজিস্ট্রার ভবনে আসেন। এসময় তিনি রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে থাকেন।
অর্থ সংগ্রহের এক পর্যায়ে তিনি উপ-রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-১) আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে সাহায্য চান। সেখানে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে আজাদ তাকে আটক করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে তাকে পুলিশে সোপর্দের প্রস্তুতি নেন। তখন প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পুলিশে সোপর্দ না করতে অনুরোধ করেন। পরে সোমবার বিকাল তিনটার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওমর ফারুক তাকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘তাকে (ছালাতুর রহমান) বিনামূল্যে চিকিৎসার কথা বললে তিনি জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হন। এতে আমার সন্দেহ হয়। তার বেশ-ভূষা ইরাক-সিরিয়া আফগান জঙ্গিদের মত। আমার ধারণা তাকে রেকি করতে পাঠানো হযেছে।’ তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধরণ ডায়রি করেছেন বলেও জানান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ছালাতুর রহমান স্টেলিন বিগত সাত-আট বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অর্থ সাহায্য নিতে আসেন। তিনি খুব নিয়মিত আসেন না। বছরে দুই-তিনবার আসেন। কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাহায্যও করেন। তাকে জঙ্গি বলে কখনও তাদের সন্দেহ হয়নি। তিনি বাংলাদেশের নাগরিক হলেও কথা বলেন ইংরেজিতে বলে জানা গেছে।

এবিষয়ে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসনের অনুমতিতে তাকে আটক করে  (ছালাতুর) পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু জানা যাবে।
১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে