বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৭:৩৯:২৫

জাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু ১০ ফেব্রুয়ারি

জাবিতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু ১০ ফেব্রুয়ারি

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: ‘জ্ঞানের রাজ্যে ঝড় তুলো, নতুন কিছু উদ্ভাবন করো’ এ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০১৭ শুরু হবে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান ক্লাবের সভাপতি মো. আবু সাঈদ।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান মেলায় থাকবে বিজ্ঞান কুইজ, প্রোজেক্ট শো এবং সায়েন্স ভিত্তিক পোস্টার উপস্থাপন। বিজ্ঞান কুইজ ও প্রোজেক্ট শোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও সায়েন্স ভিত্তিক পোস্টার উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও জানান, মেলায় ১৫টি স্কুল, ১০টি কলেজ এবং ৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করার সুযোগ পাবে। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।  রেজিস্ট্রেশনের জন্য সায়েন্স ক্লাবের ওয়েবসাইট িি.িলঁংপনফ.পড়স অথবা মেলার আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সুমনের (০১৭৫১০৮৩০৪০) সঙ্গে যোগাযোগ করা যাবে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে বলেও তিনি জানান।
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে