শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০৬:১৩:০৫

জাবিতে ছাত্রলীগ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ

জাবিতে ছাত্রলীগ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ  শনিবার (২৮ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই, খাতা, কলম ও রাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক  এস এম  সুফিয়ান চঞ্চল বলেন, “২০১৭ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে আজকে পথশিশুদের মাঝে বই-খাতা-কলম বিতরণ  তারই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।”
এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি বিশেষ যত্নশীল  হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সরকার।

বাংলাদেশ আওয়ামী লীগের বগুড়া জেলা শাখা আয়োজিত কর্মীসভা থেকে ফেরার পথে দীর্ঘ যাত্রা পথের ক্লান্তি সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন সরকার গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতি করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

তিনি বিশ^বিদ্যালয়ের জয় বাংলা গেটে পথশিশুদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন  এবং তাদের মাঝে নিজ হাতে চকলেট বিতরণ করেন। তিনি এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  এস এম সুফিয়ান চঞ্চলকে সুবিধাবঞ্চিত এবং  পথশিশুদের প্রতি বিশেষ যতœ নেওয়ার নির্দেশ দেন এবং ক্যাম্পাসের পথশিশুদের হাতে বই-খাতা-কলম তুলে দেওয়ার পরামর্শ দেন।
তার এই নির্দেশনায় আজকে শাখা ছাত্রলীগ সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে