রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ০২:৫৭:৫৩

ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করতে হবে: ওলামা লীগ

 ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করতে হবে: ওলামা লীগ

নিউজ ডেস্ক: সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য ‘গ্রিক দেবী থেমিসের প্রতিমূর্তি’কে ইসলামবিরোধী আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। একই সঙ্গে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা ও ড. মুহাম্মদ ইউনূসের নাগরিকত্ব বাতিলের দাবিও জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ওলামা লীগের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে ওলামা লীগসহ সমমনা ১৩টি দল অংশ গ্রহণ করে। ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন বোখারী বলেন, ৯৮ ভাগ মুসলমানের এ দেশে মূর্তি পূজার প্রসার ঘটানো হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত মূর্তি অবিলম্বে সরাতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা সরানোর ব্যবস্থা করা হবে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী উল্লেখ করে তিনি বলেন, গরিবের রক্তচোষা সুদখোর ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করতে হবে।
মানববন্ধনে ওলামা লীগের নেতারা পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা বাঙালি বা মুসলমানের সংস্কৃতি নয় উল্লেখ করে ‘বৈশাখী ভাতা বাতিল’ করে ‘১২ রবিউল আউয়াল ভাতা’ চালুরও দাবি জানান।

মানববন্ধনে সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার, ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসানসহ সমমনা ১৩টি দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে