বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭, ০১:২৭:৫৮

আজ ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

আজ ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

ঢাকা : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্যক্তিগত সফরে আজ ঢাকায় আসছেন। ব্রিটিশ সমর্থনপুষ্ট প্রকল্প পরিদর্শন এবং প্রবৃদ্ধি সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগদান তার সফরের উদ্দেশ্য। তবে সফরকালে তিনি বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন। তিনি বাংলাদেশে থাকবেন ২৪ ঘণ্টারও কম সময়।

ডেভিড ক্যামেরন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সপ্তাহখানেক আগে ক্যামেরনের ব্যক্তিগত সহকারী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ চেয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্লেক মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ক্যামেরনের সফরের বিস্তারিত কর্মসূচি ও এজেন্ডা নিয়ে আলোচনা করেন।

ব্রেক্সিট ইস্যুতে ডেভিড ক্যামেরন গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তিনি ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। গ্রোথ সেন্টার হলো লন্ডনভিত্তিক একটি সংস্থা, যার ঢাকায় অফিস রয়েছে। উন্নয়নশীল দেশে টেকসই উন্নয়নের বিষয়ে এই সংস্থাটি গবেষণা করে থাকে। এদিকে বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ডেভিড ক্যামেরন বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন।
২৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে