শনিবার, ২৭ মে, ২০১৭, ০৬:৩২:৪৮

সাভারের মধ্যগেন্ডার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

সাভারের মধ্যগেন্ডার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত

ঢাকা : সাভারের মধ্যগেন্ডা এলাকায় নির্মাণাধীন একটি ৩য় তলা বাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। সাভারের ‘জঙ্গি আস্তানায়’ এ অভিযান শনিবার বেলা সাড়ে তিনটায় শেষ হয়।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো এ অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নির্মাণাধীন ওই ৩য় তলা বাড়ির দোতলার ফ্ল্যাটে এ অভিযানে ৭টি বোমা, ৩টি সুইসাইডাল ভেস্ট, ৪টি খালি ভেস্ট, ৩টি চাপাতি, বোমা তৈরির ব্যাটারী, লোহার বলসহ নানা মালামাল উদ্ধার করা হয়েছে।

সাভার পৌরসভার গেন্ডা এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

৬ তলা বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। দোতলারই একটি ফ্ল্যাটে পাঁচ-ছয়জন তরুণ থাকে বলে জানা গেছে। আরেকটি ফ্ল্যাটে এক যুবক ও দুই নারী থাকেন। সিরাজুল নামের একজন কেয়ারটেকার বাড়িটির দেখাশোনা করেন।

এর আগে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হয়। এ ছাড়া ওই বাড়ির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে