মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ০৯:৩৫:২৭

এমপির গাড়ি আটকালেন ট্রাফিক কনস্টেবল, ফেইসবুকে ভিডিও ভাইরাল!

এমপির গাড়ি আটকালেন ট্রাফিক কনস্টেবল, ফেইসবুকে ভিডিও ভাইরাল!

নিউজ ডেস্ক : নিয়ম ভেঙে উল্টো পথে চলা জাতীয় পার্টির সাংসদ সেলিম উদ্দিনের গাড়ি আটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ঢাকার এক ট্রাফিক কনস্টেবল। ফেইসবুকে তার গাড়ি আটকানোর ভিডিওটি হয়ে গেছে ভাইরাল।

ফেইসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’-এ তার ভিডিওটি শেয়ার করেন আনোয়ার হোসেন সজীব নামের এক ফেইসবুক ইউজার।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘আমি ও আমার এক বন্ধু বেইলি রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। তখন একটা প্রাডো কিংবা পাজেরো গাড়িতে করে একজন সংসদ সদস্য বেইলি রোডের একমুখী সড়কে গাড়ি ঢুকিয়ে দিতে চেয়েছিলেন। তখন ট্রাফিক পুলিশের এক সদস্য এসে গাড়ি আটকে দিলেন। গাড়ির ড্রাইভার বারবার পুলিশ সদস্যকে বলছিলেন, গাড়িটি ছেড়ে দিতে। তখন নেমে এলেন সাংসদ। সাংসদ আক্রমণাত্মক ভাষায় ট্রাফিক পুলিশকে গালিগালাজ করছিলেন। তখন আমরা মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করি। আমাদের দেখাদেখি আরো অনেকে মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করি। অবস্থা বেগতিক দেখে সাংসদ তখন গাড়িতে উঠে চলে গেলেন।’

কিছুদিন আগেই ঢাকার রাস্তায় অভিযানের মধ্যে শতাধিক উল্টো পথে চলা ভিআইপির গাড়ি আটকানোর ঘটনা ঘটেছে। এবারে বেইলি রোডে ঘটলো এমন ঘটনা।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে আছেন সিলেট-৫ (জাকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সাংসদ সেলিম।

এদিকে সাংসদের গাড়ি থামানো সেই ট্রাফিক কনস্টেবল বনে গেছেন নায়ক!

হাবিব উল্লাহ খান নামের একজন বলেন, ‘প্রকৃত বাঘের বাচ্চা, তাকে হাজার কোটি সালাম। এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে।’

আহমেদ আসিফ শাহনেওয়াজ নামের আরেকজন বলেন, ‘সম্মানিত পুলিশ সদস্য, আপনি সত্যি মহান একটি কাজ করেছেন।’

ইনাম হক নামের একজন বলেন, ‘তিনি বাস্তবের নায়ক, অনুকরণীয় মানব। তাকে পুরস্কৃত করলে আরও অনেকে অনুপ্রাণিত হবেন, সাহসী হবেন।’

আবরার হাসান নামের একজন ওই ট্রাফিক কনস্টেবলকে ‘আয়রনম্যান’ অভিহিত করার পাশাপাশি এ ঘটনার পর তার চাকরি থাকবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

তার প্রত্যুত্তরে অনেকে বলেছেন, তিনি বদলি হলে, তবে সোশ্যাল মিডিয়ায় জোর প্রতিবাদ জানানো হবে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে