রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:২৬:০৫

৬ হাজার সাইক্লিস্ট নিয়ে বিজয় র‍্যালী!

 ৬ হাজার সাইক্লিস্ট নিয়ে বিজয় র‍্যালী!

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে 'বিডি সাইক্লিস্ট' এর আয়োজনে রাজধানীতে হয়ে গেলো এক বিজয় র‌্যালী। দেশের ইতিহাসের সর্ব বৃহৎ এই সাইকেল র‌্যালিতে অংশ নেয় প্রায় ৬ হাজার সাইক্লিস্ট। বিজয়ের চেতনাকে কাজে লাগিয়ে নতুন স্বদেশ গড়ার অঙ্গিকার র‌্যালিতে অংশগ্রহণকারীদের কন্ঠে।

শীতের রুক্ষতাকে পাশ কাটিয়ে তখনও ইট পাথরের ঢাকা শহরে পুরোপুরি সূর্যের আলো এসে পৌঁছায় নি। হয়তো ভাঙেনি ব্যস্ত নগরবাসীর ঘুম। আর তখন-ই সাইকেল নিয়ে ঢাকার রাজপথ দাঁপিয়ে বেড়াচ্ছেন একদল সাইক্লিস্ট।

বিজয়ের ৪৭তম বছরকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারো বিডি সাইক্লিস্ট আয়োজন করে এই র‌্যালীর। যেখানে অংশ নেয় রেকর্ড সংখ্যক প্রায় ৬ সহস্রাধিক সাইক্লিস্ট। বিজয়ের এমন দিনে এমন অর্জনের অংশ হতে পেরে গর্বিত তারাও।

দীর্ঘপথ পেরিয়ে র‌্যালীটি যখন হাতিরঝিলে, তখন সূর্যের রক্তিম আলোয় আচ্ছাদিত গোটা এলাকা। সঙ্গে বিজয় র‌্যালিতে অংশগ্রহণকারী সবার মুখে দৃপ্ত শপথ। চোখে নতুন দিনের স্বপ্ন।

র‌্যালিটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে মহাখালী গুলশান-তেঁজগাও এবং হাতিরঝিল দিয়ে আবার মানিক মিয়া এভিনিউ'তে গিয়ে শেষ হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে