সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৫:০৫

গণভবনের বাহিরে ভুলবশত গুলি ছুটে আহত এসপিবিএন সদস্য

গণভবনের বাহিরে ভুলবশত গুলি ছুটে আহত এসপিবিএন সদস্য

ঢাকা  : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন ‘গণভবনের’ বাহিরে ভুলবশত গুলি ছুটে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একজন সদস্য আহত হয়েছেন। আহত এসপিবিএন কনস্টেবলের নাম রহিম উদ্দিন। তার বুকের ডান পাশে গুলিটি লাগে। রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রহিমকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করানো হয়।

বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। রহিমের সঙ্গে একই সময়ে দায়িত্বে থাকা অপর সদস্য সেলিম খান জানান, তারা দুইজন পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ডিউটি পরিবর্তনের সময় তিনি অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমের বুকে বিদ্ধ হয়। এদিকে সংস্থাটির পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে