রবিবার, ১৮ মার্চ, ২০১৮, ০১:০০:৩৬

দিনের শুরুতেই আবারও দুঃসংবাদ পেলেন খালেদা জিয়া

দিনের শুরুতেই আবারও দুঃসংবাদ পেলেন খালেদা জিয়া

ঢাকা : দিনের শুরুতেই আবারও দুঃসংবাদ পেলেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের করা আপিল শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ রোবিবার ১৮ই মার্চ শুনানি শেষে আদেশের জন্য সময় নির্ধারণ করেন।

গত বুধবার ১৪ই মার্চ দুপুরের পর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওই দিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ রোবিবার পর্যন্ত খালেদা জিয়ার জামিনের ওপর স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার ১৫ই মার্চ লিভ টু আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে লিভ টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের ওপর দেয়া স্থগিতাদেশ অব্যাহত রাখার আবেদনও করেছে তারা।

গত ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করে ঢাকার একটি বিশেষ জজ আদালত। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একই সঙ্গে জামিনের জন্যও আবেদন করেন তিনি। এরপর হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আলাদা দুটি আবেদন করে দুদক ও রাষ্ট্রপক্ষ। এরপর আজ রোববার পর্যন্ত খালেদা জিয়ার জামিনের ওপর স্থগিতাদেশ দেন সর্বোচ্চ আদালত।

লিভ টু আপিলের শুনানির জন্য রোবিবারের ১৮ই মার্চ কার্যতালিকায় রাখা হয়েছিল মামলাটি। একই সঙ্গে স্থগিতাদেশ অব্যাহত ও প্রত্যাহার চাওয়ার আবেদনও শুনানির জন্য রাখা হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে