শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ১১:০৩:০৫

বাবা মাকে হারিয়ে শোকে ‘পাথর’ মাহি এখন কার কাছে থাকবে?

বাবা মাকে হারিয়ে শোকে ‘পাথর’ মাহি এখন কার কাছে থাকবে?

ঢাকা: বাবাকে হারানোর ১১ দিনের ব্যবধানে মা আফসানা খানমকেও হারিয়ে শোকে ‘পাথর’ হয়ে গেছে মাহি।

১২ মার্চ নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান মাহির বাবা পাইলট আবিদ সুলতান। শুক্রবার সকালে না ফেরার দেশে চলে গেলেন মা আফসানা খানমও। এ শোকে স্তব্ধ মাহি কারও সঙ্গে কোনো কথা বলছে না, এমনকি কান্নাও করছে না।

স্বজনরা জানান, বাবা-মায়ের মৃত্যুর পর এখন মাহি তার চাচা খুরশিদ মাহমুদের কাছে থাকবেন। খুরশিদ মাহমুদ একজন চিকিৎসক। তিনি পরিবার নিয়ে পল্লবীতে থাকেন।

আফসানার চাচা ইয়াদ আলী  বলেন, মায়ের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে মাহি। ওকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি।

পরিবারের সদস্যরা জানান, মাহির বয়স ১৫ বছর। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ‘ও’ লেভেল পরীক্ষা দেবে। পাইলট আবিদ বাংলাদেশ এয়ারফোর্সের বৈমানিক ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরে। আবিদের বাবা এমএ কাশেমও ছিলেন বৈমানিক। অন্যদিকে আফসানার গ্রামের বাড়ি নাটোরে। তার বাবা কাশেম শেখ একজন চিকিৎসক। একমাত্র ছেলে মাহিকে নিয়ে আবিদ-আফসানা দম্পতি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় থাকতেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট আবিদের স্ত্রী আফসানা খানম। স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে ছয়দিন আগে ১৮ মার্চ স্ট্রোক করেন আফসানা। দ্রুতই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাকে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে আফসানার মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে ছুটে এলে সেখানে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

আফসানার ফুফাতো ভাই খন্দকার রেজাউল করিম  বলেন, ছেলেটি (মাহি) একা হয়ে গেল। সে একেবারে চুপ হয়ে গেছে। সে কান্না করছে না। কাঁদলে হয়তো তার মন হালকা হতো। আবিদের মৃত্যু সংবাদ পেয়ে তার স্ত্রী আফসানাও কাঁদেননি। শোকে পাথর হয়ে গিয়েছিলেন। তখন মাহি তার মায়ের পাশেই ছিল। আর বাবা-মাকে হারিয়ে এখন ছেলেও কাঁদছে না। মাহিকে নিয়েই এখন যত চিন্তা।

এদিকে শুক্রবার বিকালে বনানীর সামরিক কবরস্থানে আফসানাকে তার স্বামী আবিদের পাশেই কবর দেয়া হয়েছে। বাদ আসর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম জামে মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

১২ মার্চ কাঠমান্ডুতে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। আর আহত হন ২০ জন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ জন ও চীনের একজন। এছাড়া আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালের ও একজন মালদ্বীপের নাগরিক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে