শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০২:৫২:৫৮

‘চড় থাপ্পড়’ কান্ডে আজীবনের জন্য বহিষ্কার রনি!

‘চড় থাপ্পড়’ কান্ডে আজীবনের জন্য বহিষ্কার রনি!

নিউজ ডেস্ক : আজীবনের জন্য বহিষ্কৃত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। রনিকে অব্যাহতির এক দিনের মাথায় জাকারিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে ছাত্রলীগ।

২০ এপ্রিল, শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘চড় থাপ্পড়’ কান্ডে আজীবনের জন্য বহিষ্কার রনি! ১৯ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নুরুল আজিম রনিকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নুরুল আজিম রনির আবেদনের প্রেক্ষিতে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে জাকারিয়া দস্তগীরকে চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

২০১৩ সালের ৩০ অক্টোবর ইমরান আহমেদ ইমুকে সভাপতি ও নরুল আজিম রনিকে সাধারণ সম্পাদক করে নগর ছাত্রলীগের ২৯৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়।

ইমরান আহমেদ ইমু ও নুরুল আজিম রনি প্রয়াত নেতা মহিউদ্দিনের অনুসারী। বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরও মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। তিনি নগরীর ওমরগনি এমইএস কলেজের ছাত্র।

সম্প্রতি চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাদাঁবাজির অভিযোগ ওঠে রনির বিরুদ্ধে। এ ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে নগরীর জিইসি মোড়ের একটি কোচিং সেন্টারের মালিককে বেদম মারধর করেন রনি।

এ ঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক নগরীর পাচঁলাইশ থানায় দুজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। ইতোমধ্যে ওই মামলায় পুলিশ রনিকে খুঁজছে। এ ঘটনায় রেশ কাটতে না কাটতে মোবাইল ফোনে একজন ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে সমালোচিত হন নুরুল আজিম রনি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে