বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:১৭:৩১

আবারও হাসপাতালে সেই তোফা-তহুরা

আবারও হাসপাতালে সেই তোফা-তহুরা

নিউজ ডেস্ক : অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুলাই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তোফা ও তহুরার মা শাহিদা বেগম একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য ওদের হাসপাতালে আনা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ওদের আবার অস্ত্রোপচার করা হতে পারে।’

তিনি বলেন, ‘হাসপাতালের ৬০ নম্বর কেবিনে ভর্তি আছে তোফা ও তহুরা। ওরা দু’জন এখন ভালো আছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করে। সবকিছু ঠিকমতোই করতে পারে।’

শাহিদা বেগম বলেন, ‘ম্যাডাম (চিকিৎসক) বলেছেন, আবার অস্ত্রোপচার করবেন। তাই হাসপাতালে ভর্তি করেছি।পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। বোর্ড বসে সিদ্ধান্ত নেওয়ার পর অস্ত্রোপচার হবে। ওদের যেসব পরীক্ষা ম্যাডাম করতে দিয়েছিলেন সেই পরীক্ষা করা হয়ে গেছে। কিন্তু রিপোর্টগুলো এখনও হাতে আসেনি।’

তোফা ও তহুরার  বাবা রাজু মিয়া বলেন,  ‘আমার মেয়েদের রক্তসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই আবার অস্ত্রোপচার করা হবে।’

তোফা ও তহুরার চিকিৎসক ও ঢাকা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহিনা ইসলাম বলেন, ‘ওদের নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আনা হয়েছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ওদের আবার অস্ত্রোপচার করা হতে পারে।’  তিনি বলেন,  ‘তোফা ও তহুরার নির্দিষ্ট পায়খানার রাস্তাটি তৈরি  করা হতে পারে। পরে বিকল্প পায়খানার রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে।’

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গত বছরের ১ আগস্ট তোফা ও তহুরার অস্ত্রোপচার করা হয়। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে কোমরে জোড়ালাগা অবস্থায় তোফা-তহুরার জন্ম হয়। এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ঢামেকের প্রায় ২২ জন চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দু’বোনকে আলাদা করতে সক্ষম হন। তোফা ও তহুরার চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহন করা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সূত্র- বাংলা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে