বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩:৪৭

মারা গেলেন গভীর রাতে সড়কে ফেলে দেওয়া সেই মা

মারা গেলেন গভীর রাতে সড়কে ফেলে দেওয়া সেই মা

গভীর রাতে সড়কে ফেলে যাওয়া বৃদ্ধা জোবেদা খাতুন মারা গেছেন। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জোবেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন। আজ মঙ্গলবার সকাল ৯টায় শাহ মাদার দরগা শরীফ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ৩১ অক্টোবর গভীর রাতে মাদারীপুর শকুনী লেক পাড়ের সড়কে বৃদ্ধা জোবেদা খাতুনকে ফেলে যান তার ছেলে। বিলাস হালদার ও মেহেদী হাসান নামে দুই ছাত্র গত ১ নভেম্বর সকালে হাঁটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় জোবেদাকে উদ্ধার করে। পরে তাকে ভর্তি করা হয় মাদারীপুর সদর হাসপাতালে।

প্রথম দিন নিজের নাম এবং তাকে যে ছেলে ও তার স্ত্রী ফেলে গেছেন-তা বলতে পেরেছিল জোবেদা খাতুন। তারপর থেকে আর কথা বলতে পারেনি তিনি। এ সংক্রান্ত প্রতিবেদন দুবার দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন মিয়া বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।’

জোবেদা খাতুনের মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে সিভিল সার্জন, সমাজসেবা কর্মকর্তা ও মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ এগিয়ে হাসপাতালে যান। পরে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৯টায় শাহমাদার দরগা কবরস্থানে অজ্ঞাত পরিচয় জোবেদা খাতুনকে দাফন করা হয় বলেও জানান এই সিভিল সার্জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে