বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:২৭:৪৪

পায়ে হেঁটে ১০৮ দিনে সারাদেশ ঘুরলেন দিনাজপুরের নাসিম

পায়ে হেঁটে ১০৮ দিনে সারাদেশ ঘুরলেন দিনাজপুরের নাসিম

বিপুল সরকার সানি, দিনাজপুর : ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশুশ্রম, এবার চাই শিক্ষা’ স্লোগান নিয়ে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন দিনাজপুর কেবিএম কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্য নাসিম তালুকদার। সারাদেশ পায়ে হেঁটে ঘুরতে এই যুবকের লেগেছে ১০৮ দিন।

গত ৭ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এসে যাত্রা শেষ করেন নাসিম। স্কাউট ও বিভিন্ন সংগঠনের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে দিনাজপুরের প্রবেশমুখে দশ মাইল মোড়ে দিনাজপুর রোভার স্কাউটের সম্পাদক জহুরুল হকের নেতৃত্বে শতাধিক রোভার তাকে সংবর্ধনা জানায়।

পরে সবাই নাসিম তালুকদারের সঙ্গে পায়ে হেঁটে দিনাজপুরে আসেন। দিনাজপুর প্রেসক্লাবে তিনি পৌঁছালে প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

এরপর জেলার জিরো পয়েন্টে পৌঁছালে নাসিম তালুকদারকে দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েলসহ স্থানীয় সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দিনাজপুর কেবিএম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী মো. নাসিম তালুকদার এক ভাই ও দুই বোনের মধ্যে বড়। তার মা নাসিমা খানম বাক প্রতিবন্ধী।বাবা হারুনুর রশিদ বাচ্চু পেশায় কৃষক। ছোটবেলা থেকে নাসিমকে লালন-পালন করেছেন তার নানি দিনাজপুর উপশহর ৫ নং ব্লকের বাসিন্দা রহমত আরা।

দিনাজপুর জিরো পয়েন্ট থেকে রোভার স্কাউট নাসিম তালুকদার গত ২২ অক্টোবর পায়ে হেঁটে দেশভ্রমণে বের হন। যাত্রা শেষ করে কেমন লাগল জানতে চাইলে তিনি উল্লেখ করেন, এটাই তার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। চলার পথে সবার সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের কাছে যে পরিমাণ সহযোগিতা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি সহযোগিতা পেয়েছি। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।’

নাসিম তালুকদার জানান, ২০০৬ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী, দেশে শ্রমবাজারের বিভিন্ন কর্মস্থলে প্রায় ৭৪ লাখ শিশু নিয়োজিত। তাদের মধ্যে ১৩ লাখ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজ করছে বলে জানা গেছে।

তবে বেসরকারি পরিসংখ্যানের হিসাবে দেখা গেছে, দেশে শিশুশ্রমিকের সংখ্যা ৭০ লাখ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে ১৫ লাখ শিশু। সরকারের নিয়ম অনুযায়ী, ১৪ বছরের নিচের শিশুরা কেউ কোনো ধরনের কাজে যুক্ত হতে পারবে না। অথচ এটি বাস্তবায়ন নিশ্চিতকরণে কোনও পদক্ষেপই দেখা যায় না। -বাংলা ট্রিবিউন।
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে