মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০১:৪১:২৮

দিনাজপুরে পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ১৭

দিনাজপুরে পরিস্থিতির অবনতি,  মৃতের সংখ্যা বেড়ে ১৭

দিনাজপুর: দিনাজপুর জেলায় প্রবল বন্যায় গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। ১৪ আগস্ট সোমবার রাতে জেলা শহরের উপকণ্ঠ বাঙ্গীবেচা ঘাটে পূর্ণভবা নদীতে ডুবে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম জানান, ১৩ আগস্ট রোববার বিকেলে শহরের টার্মিনাল-রাজবাড়ি সড়কে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে হুমায়ুন (১৫) নামে এক কিশোর।

হুমায়ুন শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর মেকানিক ও সুইহারী খালপাড়া এলাকার চা দোকানী মো. আজাদ হোসেনের ছেলে।

আজাদ জানান, রোববার কয়েকজন বন্ধুর সঙ্গে রাজাবাড়িতে বন্যাকবলিত এলাকা দেখতে যায় হুমায়ুন। ফেরার পথে বাস টার্মিনালের পেছনে পা পিছলে বন্যার পানিতে ভেসে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা অনেকে পানিতে তার সন্ধান করেছেন। আজাদের ধারণা, হুমায়ুন আর জীবিত নেই। তবে অন্তত ছেলের মরদেহটি হলেও পেতে চান তিনি।

এর আগে ১৩ আগস্ট রোববার এক পরিবারের তিন সদস্যসহ জেলায় বিভিন্ন সময় ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রোববার রাত ৯টার দিকে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।  

এছাড়াও ১৪ আগস্ট সোমবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।  

এদিকে দিনাজপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলার সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে দিনাজপুর শহর রক্ষা বাঁধসহ বেশ কয়েকটি নদীর বাঁধ।

ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় দুর্গতদের সহায়তায় কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি দিনাজপুরেও বন্যা-দুর্গতদের সাহায্যে কাজ করছে সেনাবাহিনী।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে