শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ০৮:০৮:০৯

এমপির হাতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক

এমপির হাতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক

দিনাজপুর: দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি হাতে-নাতে আটক করলেন এক ভুয়া চিকিৎসককে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের আউটডোর ওয়ার্ডে ভুয়া চিকিৎসককে রোগী দেখার মুহূর্তে হাতে-নাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে একটি সংঘবদ্ধ দল এই ভুয়া চিকিৎসকদেরকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। এ সংবাদ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি হুইপ ইকবালুর রহিমের কাছে পৌছালে তিনি শনিবার আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনে গিয়ে দেখতে পান, আউটডোর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আউটডোর মেডিকেল অফিসার ডাঃ রিয়াসাত মাহবুব ফাঁকা ব্যবস্থাপত্রে স্বাক্ষর করে ভুয়া চিকিৎসক জনৈক মাহবুব আলমকে প্রদান করেন। এপ্রোন পরিহিত মাহবুব আলম রোগী দেখে ডাক্তারের স্বাক্ষরিত ফাঁকা ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন, আর ডাক্তার আউটডোর মেডিকেল অফিসার ডাঃ রিয়াসাত মাহবুব স্বাভাবিক পোশাকে পাশের চেয়ারে বসে আছেন।

হুইপ ইকবালুর রহিম তাৎক্ষনিকভাবে ভুয়া চিকিৎসক মাহবুবকে ব্যবস্থাপত্রসহ হাতে-নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় আরো কিছু সংখ্যক ভুয়া চিকিৎসক পালিয়ে যান। হুইপ ইকবালুর রহিম এমপি মুঠোফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করেন। মহাপরিচালক এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর মেডিকেল অফিসার ডাঃ রিয়াসাত মাহবুবকে (কোড নং ১৩১১৮৪) তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করে তার বিরূদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, এ সমস্ত ভুয়া চিকিৎসক রোগী দেখে অতিরিক্ত ওষুধের নাম লেখে রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারা পেয়ে আসছিল। এমনকি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকলেও বাহিরের ডায়াগনষ্টিক সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়ে কমিশন এবং ক্লিনিকে রোগী পাঠিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিত। এছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা মেডিকেল হাসপাতালে প্রবেশ করে তাদের কাছে বসত এবং বিভিন্ন উপঢৌকন প্রদান করত।

এ ব্যাপারে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সারোয়ার জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে