শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ০৪:৪৭:০৭

একসঙ্গে জেডিসি পরীক্ষায় তিন যমজ বোন!

একসঙ্গে জেডিসি পরীক্ষায় তিন যমজ বোন!

দিনাজপুর থেকে : দিনাজপুরে জেডিসি পরীক্ষায় ৩ যমজ বোনের এক সঙ্গে অংশ গ্রহণ করছে। তাদের সিট বসেছে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর নুর জাহান কামিল মাদ্রাসা কেন্দ্রে।

এরা হলেন-দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার খুদ্র ব্যবসায়ী হবিবর রহমান ও ফাতেমা বেগমের তিন যমজ কন্যা মোছাঃ হেনা আফরিন রিভা, মোছাঃ লেবেকা তাবাসুম লিজা ও মোছাঃ ফাইমা আকতার সাথী।

তাদের সাথে পরীক্ষা কেন্দ্রে আসা মা ফাতেমা বেগম জানান, মোছাঃ হেনা আফরিন রিভা, মোছাঃ লেবেকা তাবাসুম লিজা ও মোছাঃ ফাইমা আকতার সাথী নামের তার তিন কন্যার জন্ম একই সঙ্গে এবং তারা একই সাথে একই ক্লাসে লেখাপড়া করে।

তারা এবার শহরের বালুবাড়ী বালিকা আলিয়া মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ফাতেমা বেগম আরো জানান, তিন মেয়ে লেখাপড়ায় বেশ মনযোগী। একই সাথে বালুবাড়ী বালিকা আলিয়া মাদ্রাসা থেকে সুনামের সঙ্গে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।  

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার তিন কন্যা জেডিসি পরীক্ষায় ভাল ফলাফল করবে। কিন্তু তিন কন্যা একসঙ্গে বড় হয়ে উঠছে। তাদের ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ চিন্তিত। তাদেরকে শেষ পর্যন্ত ভালভাবে পড়া লেখা শেষ করাতে পারবেন কি না?

জেডিসি পরীক্ষার্থী মোছাঃ হেনা আফরিন রিভা, মোছাঃ লেবেকা তাবাসুম লিজা ও মোছাঃ ফাইমা আকতার সাথী জানায়, তাদের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ছোট বেলা থেকে তিনি তার তিন কন্যার লেখাপড়ার প্রতি দৃষ্টি দেন এবং এবতেদায়ী পিএসসি পরীক্ষায় তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এবার তারা একই সঙ্গে কৃতিত্বের সঙ্গে জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আস্তার সাথে জানায়।

এ ব্যাপারে কেন্দ্র সচিব ও দিনাজপুর নুর জাহান কামিল সাদ্রাসার অধ্যক্ষ আ স ম আব্দুল মঈনের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে চমকে যান। কারণ তিনি জানতেন না তার পরীক্ষা কেন্দ্রে তিন যমজ বোন এক সঙ্গে জেডিসি পরীক্ষা দিচ্ছে।

পরে তিনি এই প্রতিবেদককে সঙ্গে নিয়ে ৬ নং কক্ষে গিয়ে ছবি তুলতে সহায়তা করেন এবং তাদের সাবলিল আচরণে সন্তোষ প্রকাশ করেন। এদিকে তিন বোন এক সঙ্গে পরীক্ষা দেওয়ায় কেন্দ্রে সহপাঠী ও শিক্ষকদের মাঝেও কৌতুহল দেখা দিয়েছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে