বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১১:১৫:০১

৪ হাজার ২০০ ঘণ্টা অপেক্ষার ফসল এই ছবিটি!

৪ হাজার ২০০ ঘণ্টা অপেক্ষার ফসল এই ছবিটি!

এক্সক্লুসিভ ডেস্ক : ৬ বছরে মোট তোলা ছবির সংখ্যা ৭ লাখ ২০ হাজার। আর তারপরই এল একদম 'পারফেক্ট শট'টা। ছবিটি তুলেছেন অ্যালান ম্যাক ফাদায়েন নামে স্কটল্যান্ডের এক ফোটোগ্রাফার। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি তার প্রধান শখ। তার চেয়েও বেশি শখ ছিল এইরকম একটা ছবি তোলা। আর তাই... ছয় বছর ধরে অপেক্ষা করেছেন। চেষ্টার পর চেষ্টা করে গেছেন। ঘাপটি মেরে পড়ে থেকেছেন ৪ হাজার ২০০ ঘণ্টা। আর তারপরই তার লেন্সে ধরা পড়েছে এই ছবি।

পানিতে ডুব দিয়ে মাছ ধরছে মাছরাঙা। সেই 'ডুব' দেয়ার ছবিটাই তুলতে চেয়েছিলেন অ্যালান। অবশেষে অনেক চেষ্টা ও ধৈর্যের পর সাফল্য এলো তার হাতের মুঠয়। দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে ৪০ বছর আগে দেখেছিলেন মাছরাঙাকে ডুব দিতে। আর সেই ছবিটাই ধরা ছিল মনের মধ্যে। তারপর শুরু হয় এমন একটি সময়ের খোঁজ। দিনে পাঁচবার করে পানিতে ঝাঁপ দেয় মাছরাঙা। আর প্রতিদিনই সেরকম পাঁচটা করে শট তুলেছেন অ্যালান।
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে