শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০১:৪৯:০৯

ফিট থাকতে রোগা মানুষদের এই ১০টি অভ্যাস মেনে চলা উচিত

ফিট থাকতে রোগা মানুষদের এই ১০টি অভ্যাস মেনে  চলা উচিত

এক্সক্লুসিভ ডেস্ক: ওজনবৃদ্ধি নিয়ে চিন্তিত? ওজন কমানোর জন্য ব্যায়াম, ডায়েট অনেক নিয়ম মেনে চলা প্রয়োজন। কিন্তু সবসময়ে তা সম্ভবও হয় না। তাই সুস্থ থাকার সহজ উপায়।

চারপাশে রোগা চেহারার মানুষকে দেখে হিংসা হয় নিশ্চয়ই। তাঁদের হিংসা না করে আপাতত রোগা মানুষরা যে সু-অভ্যাসগুলি মেনে চলেন, সেগুলি মেনে চলার চেষ্টা করুন। কোনওটাই খুব কঠিন নয়।

• নিয়ম করে ব্রেকফাস্ট খাওয়া।

•  প্রচুর পরিমাণে পানি পান করা।

•  রাতে অন্ত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোন।

•  ভাল করে চিবিয়ে খাবার খাওয়া।

•  প্রোটিনযুক্ত খাবার খাওয়া।

•  খাবার তৈরির সময়ে জিরে, গোলমরিচের মতো স্বাস্থ্যকর মশলার ব্যবহার করা।

•  স্ট্রেস কাটাতে যোগব্যায়াম, ধ্যান করা।

•  ব্যায়াম করতে পারলে খুব ভাল, না হলে নিয়মিত অন্তত হালকা হাঁটা বা দৌড়নোর অভ্যাস রাখা।

•  তাড়াতাড়ি ডিনার খেয়ে ফেলুন।

•  নিজের ওজন নিয়মিত মাপানো। শরীরের ওজন অতিরিক্ত বা কম হয়ে যাচ্ছে কি না, সেটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি।-এবেলা

২৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে