বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০২:৩৫:৪৯

ফেসবুকে ছড়ানো হচ্ছে ভুয়া বার্তা, সবাইকে সর্তক করিয়ে কতৃপক্ষ যা বলেছে

ফেসবুকে ছড়ানো হচ্ছে ভুয়া বার্তা, সবাইকে সর্তক করিয়ে কতৃপক্ষ যা বলেছে

এক্সক্লুসিভ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীরা বিনা মূল্যেই এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের সেবা উপভোগ করছেন। কিন্তু হঠাৎ করে ফেসবুকে একটি বার্তা ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে, ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে।

এ ছাড়া বার্তাটি যাঁর কাছে যাচ্ছে, তাঁকে আরও ১০ জনের কাছে এটি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা এ বার্তা ১০ জনকে পাঠাবেন, তাঁদের ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে না, এমন আশ্বাসও দেওয়া হচ্ছে।

ওই বার্তায় আরও বলা হচ্ছে, বার্তাটি যদি কোনো বন্ধুকে পাঠানো হয়, ফেসবুকের সবুজ লোগো নীল হয়ে যাবে এবং বিনা মূল্যে বার্তা আদান-প্রদান সেবাটি চালানো যাবে।

যাঁরা এ ধরনের বার্তা পাচ্ছেন বা পেয়েছেন, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এটা ভুয়া বার্তা বা হোকস।

ফেসবুকে এ ধরনের বার্তা এলে তা এড়িয়ে যাবেন।ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, এ ধরনের বার্তা পেলে তা এড়িয়ে যাবেন। যেসব বার্তা অন্যকে ফরোয়ার্ড করতে বলা হয় কিংবা নানাভাবে প্রলোভন দেখানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না। এমনকি ফেসবুকের ছদ্মবেশে যেসব ভুয়া বার্তা পাঠানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না।

ফেসবুকের পরামর্শ, এ ধরনের বার্তা যাঁরা পাঠান, তাঁদের ‘ব্লক’ করে দিন আর ওই বার্তা মুছে দিন।

ফেসবুক ব্যবহারকারীদের সব সময় মনে রাখা দরকার, ‘ফেসবুক সব সময় বিনা খরচে চালানো যাবে।’ সাম্প্রতিক এক ব্লগ পোস্টে ফেসবুক আবারও তা স্মরণ করিয়ে দিয়েছে। তথ্যসূত্র: ডেইলি স্টার।
১২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে