রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০১:৪২:৩৬

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই গ্রহাণু, তার থেকেই পাওয়া যেতে পারে সৃষ্টির রহস্য

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই গ্রহাণু, তার থেকেই পাওয়া যেতে পারে সৃষ্টির রহস্য

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের সৌরমণ্ডলে এমন গ্রহাণু এই একটিই রয়েছে বলে জানিয়েছে এই গবেষক দল। তাঁদের মতে, অন্যান্য মহাজাগতিক জিনিসের সঙ্গে ধাক্কা বা ঘর্ষণের ফলে, সাইকি-র বহিরাংশ নষ্ট হয়ে গিয়েছে।

তার গঠন অন্যান্য গ্রহাণু থেকে একেবারেই আলাদা। পাথর বা বরফ নয়, ‘১৬-সাইকি’র পরিচিতি ‘মেটাল অ্যাস্টরয়েড’ হিসেবে। মনে করা হচ্ছে, ধাতব এই গ্রহাণুটি তৈরি মূলত লোহা ও নিকেল দিয়ে।

আরিজোনা স্টেট ইউনিভার্সিটি-র এক বৈজ্ঞানিক দল ‘সাইকি’ নামে একটি স্পেসশিপ পাঠাবে ওই গ্রহাণুতে। তাঁরা মনে করছেন, এই অ্যাস্টরয়েডটি যে গ্রহের অংশ ছিল তা আকারে বুধ-এর থেকেও বড় ছিল। আমাদের সৌরমণ্ডলে এমন গ্রহাণু এই একটিই রয়েছে বলে জানিয়েছে এই গবেষক দল। তাঁদের মতে, অন্যান্য মহাজাগতিক জিনিসের সঙ্গে ধাক্কা বা ঘর্ষণের ফলে, সাইকি-র বহিরাংশ নষ্ট হয়ে গিয়েছে। ফলে, খুব সহজেই তার ভিতরের অংশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা।

পৃথিবী থেকে সাইকি-র দূরত্ব, সূর্যের দূরত্ব থেকে প্রায় তিনগুণ। আর তার ব্যাস প্রায় ২১০ কিলোমিটার। আশা করা হচ্ছে, সাইকি রোবোটিক মিশন লঞ্চ হবে ২০২৩ সালের অক্টোবরে। এবং সেটি সাইকি-তে পৌঁছবে ২০৩০ সালে। -এবেলা।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে