বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৩১:৩৫

বিমান থেকে পড়ছে বোমা! কিন্তু কিছুই ধ্বংস হচ্ছে না বরং সৃষ্টি হচ্ছে!

বিমান থেকে পড়ছে বোমা! কিন্তু কিছুই ধ্বংস হচ্ছে না বরং সৃষ্টি হচ্ছে!

এক্সক্লুসিভ ডেস্ক : চারপাশে সবুজ ধ্বংসের উল্টো মেরুতে হেঁটে নিঃশব্দে 'সবুজ বিপ্লব' ঘটিয়ে ফেলেছে থাইল্যান্ড! আকাশপথে মহুর্মুহু 'বোম' ফেলে, সুপরিকল্পিত ভাবে, বিগত একদশকের মধ্যে যেভাবে সবুজ মখমলে গোটা দেশকে মুড়ে ফেলেছে সরকার, তা সবুজ বিপ্লব নয় তো কি? খবর ইন্ডিয়া টাইমসের।

বোমা তো ধ্বংসই করে এসেছে চিরকাল, সে যে বোমই হোক। কিন্তু, এই 'জাপানি বোম' শ'য়ে শ'য়ে, সেই বোমায় কিছুই ধ্বংস হচ্ছে না বরং হাজারে হাজারে জীবন দিচ্ছে। মাথা তুলছে সবুজ বনানী। একটা সময়, খুব বেশিদিন আগের কথা নয়, এই থাইল্যান্ডেরই অর্ধেকের বেশি বনাঞ্চল কিন্তু নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।

জাপানি এই 'বোমা' বারুদের বদলে অজস্র বীজে ঠাসা। সেই বীজই বলের মতো করে মোড়া সার-মাটির আস্তরণে। মাটি আলগা করে নিয়ে আকাশপথে রাশিরাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই বীজ-বল। শ্রম কম অথচ অনেক বেশি ফলপ্রসু এই জাপানি কৌশল। থাইল্যান্ড সরকারের আশাবাদী, এই ২০১৭ সালের মধ্যেই অতীতের হারিয়ে যাওয়া বনাঞ্চল ফিরিয়ে আনতে তারা সক্ষম হবে।

১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে