শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৩:৪২:২৮

বিশ্বের সকল নারীকে হিজাব পরার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

বিশ্বের সকল নারীকে হিজাব পরার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

এক্সক্লুসিভ ডেস্ক: ‘ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষের’ বিরুদ্ধে লড়াইয়ে মুসলিমদের প্রতি সংহতি জানাতে প্রত্যেক নারীকে হেডস্কার্ফ পরার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভন ডের বেলেন। দেশটির বামপন্থী গ্রিন পার্টির এ নেতা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা মানুষের একটি মৌলিক অধিকার।

গত জানুয়ারিতে বিরোধী কট্টর জাতীয়তাবাদী দলের সাথে সামান্য ব্যবধানে জিতে যান আলেক্সান্ডার। স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, ‘এটা প্রত্যেক নারীর অধিকার যে তিনি পোশাক পরতে চান, তাই পরবেন। এ বিষয় এটাই আমার মত।’

অস্ট্রিয়ার এ নেতার ভাষায়, ‘শুধু মুসলিম নারীরাই না, সব নারীই চাইলে একটি হিজাব (হেডস্কার্ফ) পরতে পারেন। যদি এ ইসলামবিদ্বেষ চলতে থাকে, তবে যারা ধর্মীয় কারণে এটা পরে, সেই মুসলিমদের প্রতি সংহতি জানাতে আমরা সব নারীকে অবশ্যই হেডস্কার্ফ পরতে বলব।’

স্কুলের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আলেক্সান্ডার এ বক্তব্য দিয়েছিলেন গত মার্চে। সম্প্রতি জার্মানিতে বোরকা নিষিদ্ধ প্রসঙ্গে তার এই বক্তব্যটি প্রচার করা হয়। এর আগে বর্ণবাদের বিরুদ্ধেও সতর্ক করে বক্তব্য দেন অস্ট্রীয় এ প্রেসিডেন্ট।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে