বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১০:২৭:১৬

আপনি কি দেখতে পাচ্ছেন বাড়ির পেছনের বিশাল সাপটি?

আপনি কি দেখতে পাচ্ছেন বাড়ির পেছনের বিশাল সাপটি?

এক্সক্লুসিভ ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক বাড়ির পেছনের বাগানে বিশাল এক অজগর সাপ চলে আসে। আর বাড়ির লোকজন সে সাপ দেখে স্নেক ক্যাচারদের খবর দেয়। শুধু তাই নয়, বিশাল সে সাপটির ছবিও তুলে রাখে তারা।

অনলাইনে পোস্ট করা ছবিটিতে বিশাল সে সাপটিকে দেখা যায়না বললেই চলে। কারণ সেখানে একটি বাড়ির নিখুঁত বাগান, গাছপালা, হাঁটার জায়গা, বেড়া, পাইপ ইত্যাদি সবই দেখা যাচ্ছে। কিন্তু সাপটি কোথায়? এটি ছিল অনেকের প্রশ্ন।

যে সাপটি সে বাগানে দেখা যায়, তার নাম কোস্টাল কার্পেট পাইথুন। এটি নির্বিষ সাপ। সাধারণত এ ধরনের সাপ সাত ফুটের মতো লম্বা হয়। এটি ইঁদুর, পাখি ও ব্যাং খায়।

এরপর সাপ ধরার পেশাদার ব্যক্তিদের খবর দেওয়া হয়। তারা এসে সাপটি দরে নিয়ে যায়। তারা জানায়, এ ধরনের অজগর সাপ সাধারণত বাড়ির ছাদ, দেয়াল ইত্যাদি স্থানে লুকিয়ে থাকে। সূত্র : ডেইলি মেইল।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে