বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৭:১১

ধর্ম পরিবর্তনের পর এই তারকারা নিজেদের যে নাম রেখেছেন

ধর্ম পরিবর্তনের পর এই তারকারা নিজেদের যে নাম রেখেছেন

এক্সক্লুসিভ ডেস্ক: ধর্মেন্দ্র-হেমা মালিনী: হেমা মালিনীর জন্ম হিন্দু তামিল পরিবারে। ধর্মেন্দ্রও ছিলেন হিন্দু। কিন্তু ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত হওয়ায় হেমার সঙ্গে তাঁর বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হেমার সঙ্গে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন ছাড়া কোনো পথ খোলা ছিল না। ধর্মেন্দ্র-হেমা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯-এর ২১ আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন ধর্মেন্দ্র-হেমা। হেমার নাম হয় আয়েশা এবং ধর্মেন্দ্র নাম হয় দেলওয়ার খান।

অমৃতা সিং
জন্মসূত্রে শিখ ধর্মাবলম্বী ছিলেন অমৃতা। ১৯৮৩ সালে 'বেতাব' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে সফল হন তিনি।
পরবর্তী কালে ইসলাম ধর্ম গ্রহণ করে সাইফ আলি খানকে বিয়ে করেন। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি।

শর্মিলা ঠাকুর
বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পান তিনি। মনসুর আলি কান পতৌদিকে বিয়ে করতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম হয় আয়েশা।

মমতা কুলকার্নি
৯০ এর দশকে বেশ কয়েকটি হিন্দি সুপার হিট ছবির নায়িকা ছিলেন মমতা কুলকার্নি। হঠাৎই পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। জানা যায়, ২০১৩ সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করেন তিনি।

এ আর রহমান
সংগীত জগতে এক পরিচিত নাম। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার আগেকার নাম ছিল এ এস দিলীপ কুমার। সুফি সংগীতের প্রেরণা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান। ১৯৮৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে 'আল্লা রাখা রহমান' অর্থাৎ এ আর রহমান-এ পরিণত হন তিনি।
এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে