মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১২:৩২:৩১

চীনের ধনীর দুলালীদের একী কাণ্ড!

চীনের ধনীর দুলালীদের একী কাণ্ড!

এক্সক্লুসিভ ডেস্ক : তারা সুপার কার চালান। এক রাতে হাজার হাজার ডলার ব্যয় করেন কেবলমাত্র বিলাসিতা প্রদর্শনের জন্যে। এরা চীনের ধনীদের দ্বিতীয় প্রজন্ম বলে পরিচিত লাভ করছে। এমনকি চীনের প্রেসিডেন্ট জি শিনপিং এই তরুণ প্রজন্মকে লাগাম দেওয়ার চেষ্টা করছেন। ধনীদের ছেলে-মেয়েদের জীবনযাপন জনসমক্ষে আনা বা রিয়েলিটি টিভি শো করা ইত্যাদি বিষয়ে কঠোর হচ্ছেন প্রেসিডেন্ট। কিন্তু সোশাল মিডিয়ায় চীনের ধনীর দুলালীদের কাণ্ড-কারখানা ঠিকই নিয়মিত দেখছেন মানুষ।

সিয়ান ভিভি ২১ বছর বয়সী এক ধনীর কন্যা। ইন্সটাগ্রামে তার ফলোয়ার ৭০ হাজার ৫০০। তার বিলাসী জীবনের ছবি নিয়মিত দেন সোশাল মিডিয়ায়। বন্ধুদের নিয়ে দামি ইয়টে চড়ে ভ্রমণের ছবিও দিয়েছেন। ম্যাকাউয়ে ৬০ হাজার ডলার মূল্যের পেরিয়ার জুয়েট বেলে এপোকিউয়ের ১২টি বোতলের ছবিও দেন।

তেমনই একজন ক্রিস্টিনা লি। বন্ধুদের নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে ঘোরার ছবি দিলেন ইন্সটাগ্রামে। তার দামি ব্যাগের সংগ্রহের ছবিও দেখেছেন মানুষ।
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ২১ বছর বয়সী ওয়েমি চো কম যান না। ইন্সটাগ্রামে তার ১৮ হাজার ১০০ ফলোয়ারের জন্যে তার বাড়িতে ব্যক্তিগত বিলাসী পণ্যের সংগ্রহের ছবি দিলেন। সেখানে বারবেরি, কেনজো, এজেন্ট প্রোভাকেচার এবং ডিওরের নানা পণ্য। নিজের ফেরারি ৪৮৮ গাড়িতে ভ্যানকুভারেও দেখা যায় তাকে।

বিলাসী জীবন কাটান সিয়ান। আর তা সোশাল মিডিয়ায় নিয়মিত প্রকাশ করতে লজ্জাবোধ নেই তারও। ম্যাকাউয়ের একটি পার্টিতে ৫ হাজার পাউন্ড মূল্যের শ্যাম্পেন কেনার ছবিও দিয়েছেন।

এ আই এ আই নিজের জন্যে বিশেষ গাড়ি কিনেছেন। তার গাড়ির বনেটটি বেশ বড়। সেখানে দামি শপিংয়ের ব্যাগ দেখা যাচ্ছে। সব সময় ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন। জুয়েলারির দিক থেকেও তিনি বিলাসী। চপার্ড অ্যান্ড কার্টিয়ার ব্র্যান্ডের অলংকার দেখা যাচ্ছে তার হাতে।

ভিকি বেবি এক জোড়া জুতা কিনেছের রূপার কারুকার্যখচিত। এর ছবি তুলে দিলেন ইন্সটাগ্রামে। তার ফলোয়ার ৮ লাখ ৩ হাজার।

জিয়াই ওয়ি তার ১৭টি হার্মিস ব্যাগের কালেকশন দেখিয়ে দিলেন।

ধনীদের ছেলে-মেয়েদের এমন বিলাসী ও পাগলাটে জীবন অনেক খারাপ ঘটনাও ঘটাচ্ছে। ২০১২ সালে সরকারের উচ্চপদস্থ কমকর্তা লিং জিহুয়ার ছেলে লিং গু তার ফেরারি ৪৫৮ গাড়িটি নিয়ে বেইজিংয়ের সড়ক দুর্ঘটনার শিকার হন। মাত্র ২৩ বছর বয়সী তরুণের গাড়ি মেরে ফেলে আরো ৩ তরুণীকে। চীনের সরকার এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

ধনীর আরেক সন্তান ২১ বছর বয়সী তাং তার ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টানেলে ঢুকে পড়ে। ২০ বছর বয়সী আরেক তরুণ একই ঘটনা ঘটান। তাদের নাম-পরিচয় প্রায় অজ্ঞাত থেকে যায়।

ধনীদের পরের প্রজন্মের এসব কর্মকাণ্ড নিয়ে বেজায় চিন্তিত প্রেসিডেন্ট। তিনি ধনীদের সন্তানকে অর্থের মূল্য সম্পর্কে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া প্রেসিডেন্ট ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টকে আরো দায়িত্বশীল হতে নির্দেশ দেন। এই বিভাগ অরাজনৈতিক ধনী ব্যবসায়ীদের পরামর্শ দেয় তারা যে পরের প্রজন্মকে নিয়ন্ত্রণে রাখেন। এ বিভাগ জানায়, অনেক ধনীদের সন্তানরা কেবল জানেন তারা ধনী। তারা বোঝেন না, এই অর্থ কোথা থেকে আসছে। তারা কেবল শিখছে কিভাবে বিলাসিতা প্রদর্শন করতে হয়। তারা জানেন না, কিভাবে অর্থ বানাতে হয়।-ডেইলি মেইল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে