মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৩:১৬:৩২

স্বামী পিটানোয় বিশ্বের তৃতীয় স্থানে ভারতীয় নারীরা

স্বামী পিটানোয় বিশ্বের তৃতীয় স্থানে ভারতীয় নারীরা

এক্সক্লুসিভ ডেস্ক : নারী নির্যাতনের ব্যপারে সোচ্চার পুরো বিশ্ব। বিশ্বের যে প্রান্তেই নারী নির্যাতনের ঘটনা ঘটলে সেটা যদি গণমাধ্যমে উঠে আসে তাহলে প্রতিবাদ চলতে থাকে। বেশ কিছুদিন আগে ভারতের দিল্লিতে নারী নির্যাতনের ঘটনায় সোচ্চার ছিল সেই দেশের পুরো মানুষ। কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন তথ্য । এক সমীক্ষায় দেখা গেছে স্বামী পেটানোতে বিশ্বে তৃতীয় স্থানে ভারতীয় নারীরা।   

ভারতে  নারী নির্যাতন এখন অনেক বড় সমস্যা সেখানে এই তথ্য রীতিমতো চমকে দেবে বলেই অনেকের ধারণা। সমীক্ষা অনুযায়ী, মিশরের মহিলারা স্বামী পেটানোয় প্রথম স্থানে আছেন ।  অন্তত ৬৬ শতাংশ মিশরিয় মহিলা স্বামীকে মারধর সহ বিভিন্ন ভাবে হেনস্তা করছেন।  তালিকায় দ্বিতীয় স্থানেই আছে পশ্চিমা সভ্যতার দেশ ব্রিটেন। আর  তৃতীয় অবস্থানেই রয়েছে ভারত। সেখানে  নারীরা যেমন নির্যাতিত হচ্ছেন, তেমন পাল্টা মার যে দিচ্ছেন তা এই সমীক্ষায় প্রকাশ পেয়েছে। নির্যাতনের সময় নারীরা বেলনচাকি-সহ রান্নাঘরের সামগ্রী, বেল্ট ও জুতো হাতে তুলে নেন বলেও সমীক্ষায় জানা গেছে।   

এদিকে এই ধরনের সমীক্ষা প্রকাশ পাওয়ার পর  ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।  বহু পুরুষ এই সমীক্ষার সঙ্গে একমত হবেন বলে মনে করছেন সাধারণ মানুষ। সাধারণের কথায় এটাই বোঝা যাচ্ছে নারী নির্যাতন চললেও ছেড়ে কথা বলতে রাজি নন ভারতীয় নারীরা। অন্তত নিজের অধিকার আদায়ে উল্টে সংহারের পথও তারা ধরতে ছাড়েন না এমনটাই প্রকাশ পেয়েছে ওই সমীক্ষায়।-দ্য সিয়াসাত ডেইলি/ সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে