শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৮:৪৬:৫৩

মহাসাগরের গভীরে খোঁজ মিলল রহস্যজনক পিরামিডের

মহাসাগরের গভীরে খোঁজ মিলল রহস্যজনক পিরামিডের

এক্সক্লুসিভ ডেস্ক :   প্রথম থেকেই পিরামিডের উপর একচ্ছত্র আধিপত্য মিশর ও দক্ষিণ আমেরিকার। মিশরের বালুরাশিতে নাক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পিরামিড। দক্ষিণ আমেরিকাতেও পিরামিড আছে।

শুধু তার আকার আলাদা। কিন্তু এবার মিশরের সেই অহংকারে সম্ভবত থাবা বসাল বাহামা তীরের ২টি পিরামিড। সেখানেই মিলেছে রহস্যজনক পিরামিডের সন্ধান।

তবে এটি সত্যি পিরামিড কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু বস্তুটির আকার আকৃতি পিরামিডের দিকেই নিশানা করছে। ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সিকিওর টিম ১০।

গুগল আর্থের সাহায্যে এই পিরামিড জাতীয় বস্তুর হদিশ পেয়েছে তারা। তাদের তরফে জানানো হয়েছে, নিউ প্রভিন্স আইল্যান্ডের কাছে সমুদ্রে এর সন্ধান পেয়েছে তারা।

জায়গাটি ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে নয়। পিরামিডের লাইনগুলো খুব সহজেই ধরা পড়ে। এটা প্রমাণ করে এর সবচেয়ে কাছের দ্বীপে অ্যাজটেকের মতো বা ওই ধরনের কোনও এক প্রাচীন মানুষের বাস ছিল।

যে ছবিগুলি পাওয়া গিয়েছে, সেগুলি দেখতে নিঃসন্দেহে প্রাচীন পিরামিডের মতো। সমুদ্রের মধ্যে কোনও কিছুই নষ্ট হয় না। কারণ এখানে খোলা বাতাস নেই। ফলে মরচে ধরা বা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

তবে এই পিরামিড দুটির আকৃতি একই নয়। এর মধ্যে একটি গিজার পিরামিডের মতো, অন্যটি মায়া সভ্যতার চিচেন ইত্জার মতো।
এই প্রথমবার কোনও বস্তুকে পিরামিডের মতো দেখতে বলা হল, তেমন নয়।

২০১২ সালে মেরেল ভেরলাগ নামে এক বিজ্ঞানী ক্রিস্টাল পিরামিড আবিষ্কার করেছিলেন। গিজার পিরামিডের থেকে এটি ৩ গুণ বড়। সমুদ্রতল থেকে এটি ৬ হাজার ৫০০ ফিট উঁচু।   --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে