বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০১:২৯:৩০

গোটা একটা দেশ আবিষ্কার করে নিজেকে ‘রাজা’ ঘোষণা এই যুবকের!

গোটা একটা দেশ আবিষ্কার করে নিজেকে ‘রাজা’ ঘোষণা এই যুবকের!

এক্সক্লুসিভ ডেস্ক : কৈশোর জীবনে অনেকেই বাড়ির দরজায় লেখে ‘আমার বাড়ি, আমার শাসন‘, কিন্তু এক ভারতীয় নিজের জন্য আবিষ্কার করে ফেললেন পুরো এক দেশ৷ তার দাবি অনুযায়ী এই দেশের রাজা তিনিই৷ এই তরুণ হলেন সুয়েশ দীক্ষিত৷

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সুয়েশ দীক্ষিত দেখেন মিশর এবং সুদানের মাঝে এমন এক স্থান রয়েছে যা কোনও দেশেরই মালিকানাধীন নয়৷ আর ঠিক এই জায়গাকেই নিজের দেশ বলে ঘোষণা করেন সুয়েশ৷

আর সে দেশের নাম রাখেন ‘কিংগম অব দীক্ষিত’৷ যার রাজা তিনি নিজে৷ তিনি ফেসবুকে এই সমগ্র বিষয়টি তুলে ধরেছেন৷ বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি৷ এই দেশের জন্য পতাকাও তৈরি করে নিয়েছেন সুয়েশ৷

তবে জাতিসঙ্ঘ এবার একে দেশ বলে স্বীকৃতি দিক, এমনটাই নাকি চান তিনি৷ তবে যে দেশের রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেছেন সুয়েশ তার আসল নাম বীর তাবিল৷ ফেসবুকে তিনি লিখেছেন, ৩১৯ কিলোমিটার সফর করে এই স্থানে পৌঁছান৷ কোনও রাস্তা নেই, সম্পূর্ণ মরুভূমি এই দেশ৷

তবে এই জায়গাকে শস্যশ্যামলা করে তুলতে ইতিমধ্যেই জল ঢেলে বীজ রোপন করেছেন সুয়েশ৷ গল্পের মত মনে হলেও এমনই তথ্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়৷ সুয়েশ নিজেকে রাজা ঘোষণা করার পাশাপাশি, বাবাকে করেছেন এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সামরিক বিভাগের প্রধান৷

তৈরি করেছেন নিজেরে দেশের জন্য আলাদা এক ওয়েবসাইটও৷ তিনি জানিয়েছেন তার দেশে বেশ কিছু পদ এখনও খালি রয়েছে৷ ইচ্ছুকেরা আবেদন জানাতে পারেন এই পদের জন্য৷ সেই আবেদনের ওপর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নওয়া হবে৷

এই দেশ নিয়ে ওয়েবসাইটে কি বলেছেন সুয়েশ?

ভারতীয় এই তরুণ জানিয়েছেন, দেশের জনসংখ্যা- ১
দেশের রাজধানী- সুয়েশপুর(নিজের নাম অনুযায়ী)
দেশের প্রতিষ্ঠা দিবস- ৫ নভেম্বর, ২০১৭
দেশের জাতীয় পশু- টিকটিকি(কারণ এখানে টিকটিকি ছাড়া এখনও পর্যন্ত তিনি কিছু দেখতে পাননি)

সুয়েশ এই স্থানের মালিকানার জন্য জাতিসঙ্ঘের থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন৷ তবে তিনি সফল হবেন কি না সেই দিকেই তাকিয়ে এখন অনেকে৷ কলকাতা ২৪
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে