শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৭:৩৪

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দূতাবাস ভবনের যাত্রা শুরু!

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দূতাবাস ভবনের যাত্রা শুরু!

এক্সক্লুসিভ ডেস্ক: অবশেষে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দূতাবাস ভবন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে লন্ডনের মার্কিন দূতাবাস। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণাধীন এ দূতাবাস ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে একশ' কোটি মার্কিন ডলার।

টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত ১২তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ২ হাজার কংক্রিট খণ্ড। এ দূতাবাস থেকে প্রতিদিন প্রায় ১ হাজার দর্শনার্থীকে এর ৮শ কর্মকর্তা ও কর্মচারী সেবা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাস ভবনটির নির্মাণ খরচের প্রায় পুরোটাই সংগ্রহ করা হয়েছে লন্ডনে যুক্তরাষ্ট্র মালিকানাধীন স্থায়ী এবং অস্থায়ী সম্পত্তি বিক্রির অর্থ দিয়ে। আগামী ১৬ই জানুয়ারি এটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দূতাবাস ভবন হিসেবে যাত্রা শুরু করবে লন্ডনের এ নবনির্মিত মার্কিন দূতাবাস।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে