মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৬:১১

পুরুষদের উচিত জীবনে অন্তত এক বার হলেও এই ১০টি কাজ করা

পুরুষদের উচিত জীবনে অন্তত এক বার হলেও এই ১০টি কাজ করা

এক্সক্লুসিভ ডেস্ক :  শুধু দায়িত্ব নেওয়াই নয়। জীবনে একবার এই কাজগুলি না করলে আপনার পুরুষ জন্ম সার্থক হবে না। তাই জেনে নিন ঠিক কী কী করলে আপনার জীবনে কোনও কিছু নিয়ে আক্ষেপ থাকবে না।

►►► পুরুষদের উচিত জীবনে অন্তত এক বার এই ১০টি কাজ করা :-

► নেশার শিকার হওয়া কখনই ঠিক নয়। জীবনের একঘেয়েমি কাটাতে পার্টি করুন।

► জীবনে প্রেমের অভিজ্ঞতার যেমন প্রয়োজন, তেমনই বিরহেরও প্রয়োজন। জীবনে একবারও যার হৃদয় ভাঙেনি তার জীবনই অসম্পূর্ণ।

► কিছু দিনের জন্য কোনও অচেনা অজানা স্থানে গিয়ে থাকুন। যত পারবেন প্রকৃতির সঙ্গে সময় কাটান।

► ঘোরার প্ল্যানই হয়। কিন্তু তা আর বাস্তবায়িত হয় না। বেশি না ভেবে তাই বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়ুন। কয়েকদিন না হয় ভবঘুরের মতোই ঘুরলেন!

► ‘আনকন্ডিশনাল লাভ’ বা শর্তবিহীন ভালবাসা যেমন প্রয়োজনীয়, তেমনই দুষ্প্রাপ্য। বাড়িতে বন্ধু বানিয়ে নিয়ে আসুন কোনও মিষ্টি সারমেয়কে।

► রোড ট্রিপ খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। তাই বন্ধুবান্ধব নিয়ে গাড়ি বা বাইকে করে বেরিয়ে পড়ুন রোড ট্রিপে।

► একা থাকা কখনও কখনও দরকার। জীবনে দায়িত্ববোধ থাকা কতটা প্রয়োজনীয় তা ভাল করে বুঝতে দরকার একা থাকার।

► প্রত্যেকেরই কিছু প্রতিভা থাকে। নিজের প্রতিভাকে দায়িত্ব আর চাকরির ভারে নষ্ট করবেন না। বরং সেটাকেই সর্বাধিকার দিন। পরে আফসোস করতে হবে না।

► ভয়কে জয় করতে শিখুন। ঝুঁকিবহুল কাজ করুন। না হলে জীবনের মানে বুঝবেন না।

► কখনও কখনও অসফল হতেই হয়। একবার অসফল না হলে সাফল্যের মূল্য বুঝবেন না। তাই অসফল হলে মেনে নিন। পরের লড়াইয়ের জন্য তৈরি হোন। জীবন অনেক লম্বা। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে