শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৭:৪৫

ইট-বালি নয়, প্লাস্টিকের বোতল দিয়েই বানালেন বাড়ি

ইট-বালি নয়, প্লাস্টিকের বোতল দিয়েই বানালেন বাড়ি

এক্সক্লুসিভ ডেস্ক :  রূপকথার গল্পে রুটির বাড়ির কথাও শোনা যায় বটে। কিন্তু বাস্তবেও যে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানানো যায়, এমনটা কি কখনও শুনেছেন? এই অসাধ্য সাধন করে দেখালেন এক মোটর মেকানিক। ইট-বালি নয়, প্লাস্টিকের বোতল দিয়েই বানালেন বাড়ি।

মেকানিকের নাম আকাশ ভৌমিক। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ফলেয়ার বাসিন্দা তিনি। প্লাস্টিক বোতল দিয়ে তিনি তৈরি করছেন পাকা বাড়ি। বিভিন্ন জায়গা থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতল সংগ্রহ করেই এই কাজে নেমেছেন তিনি।

সংগ্রহ করা প্লাস্টিকের বোতলের সঙ্গে বালি ও জল দিয়ে তৈরি হচ্ছে নতুন বাড়ি। আকাশবাবু জানিয়েছেন, পুরনো প্লাস্টিকের বোতলের মধ্যে তিনি বালি আর সামান্য সিমেন্ট ভরেন। তার পরে কিছুটা জল মিশিয়ে বোতলগুলি ২ দিন রেখে দেন। পুরোটা জমাট বেঁধে গেলে তাকেই ইটের বিকল্প হিসেবে ব্যবহার করেন তিনি। এই ভাবেই অভিনব প্লাস্টিকের বোতলের বাড়ি তৈরি করছেন আকাশবাবু।

যেখানে একটি ইটের দাম প্রায় ১০ টাকা, সেখানে প্রতি বোতলের দাম ২ টাকা বলে জানা গিয়েছে। এত কম খরচে বাড়ি তৈরির পদ্ধতিতে খুশি গ্রামবাসীরাও।

আর্থিক অভাবে ক্লাস সিক্স পর্যন্ত পড়ে পড়াশোনায় ইতি টানতে হয় আকাশবাবুকে। এর পরে কাজ শুরু করেন মোটর গ্যারেজে। বিয়ের পরে নিজে একটি মোটর বাইক সারানোর দোকানও খোলেন।

অভাবের সংসারে ছোট্ট পাকা বাড়ি করলেও তা সম্পূর্ণ করতে পারেননি তিনি। অবশেষে ইন্টারনেটে জাপানের ইকো হাউস তৈরির একটি ভিডিও দেখে মাথায় আসে বোতল-বাড়ির আইডিয়া। অবশেষে কম খরচে শৌচাগার তৈরিতে এই বুদ্ধিই কাজে লাগালেন তিনি।

আকাশবাবু জানান, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেলে দেওয়া কয়েক হাজার জলের বোতল জোগাড় করেছিলেন তিনি। তাই দিয়েই ধীরে ধীরে তৈরি করছেন বাড়ির শৌচাগার। আকাশবাবুর কথায়, ‘‘এতে একদিকে কম খরচে বাড়ি তৈরি হবে। অন্যদিকে পরিবেশ দূষণও রোধ হবে।’’ এই কাজে তাঁকে সাহায্য করছেন তাঁর সহধর্মিনী রুমা ভৌমিক। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে