শনিবার, ১০ মার্চ, ২০১৮, ০২:০৩:০৮

মাটি খুঁড়তেই ‘গুপ্তধন’! কৌতূহলে কাঁপছে সবাই

মাটি খুঁড়তেই ‘গুপ্তধন’! কৌতূহলে কাঁপছে সবাই

এক্সক্লুসিভ ডেস্ক : মাটি খুঁড়তেই ‘গুপ্তধনে’! কৌতূহলে কাঁপছে সবাই। জমি সংস্কার করতে গিয়ে উদ্ধার প্রাচীন টেরাকোটার কিছু সামগ্রী৷ সাঁইথিয়া থানার মাঠপলশা পঞ্চায়েতের পাইসর গ্রামে গুপ্তধনের গুজবে শুক্রবার আসে পাশে গ্রাম থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন৷ পরে পুলিশ কোনোক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া থানার পাইসর গ্রামের অনীল মাহারা তার কৃষি জমিটি সংস্কারের জন্য এদিন মেশিন লাগিয়ে এক জমি থেকে মাটি খনন করে তা অন্যত্র ভরাট করছিল, সেই সময় হঠাৎই মাটির তলা থেকে পুরানো দিনের কিছু টেরাকোটার নকশা করা কিছু জিনিস বেরোতে থাকে, কিছুক্ষণের গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে গোটা গ্রামে৷

দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়৷ সাঁইথিয়া থানার পুলিশ এসে তৎক্ষণাৎ মাটি খোরার কাজ বন্ধ করে দেয়৷ মাটি তলা থেকে পাওয়া টেরাকোটার কাজ করা ঠিক ইটের মতো দেখতে কিছু সামগ্রী উদ্ধার করে৷

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই টেরাকোটার সামগ্রীগুলি পরীক্ষার জন্য গবেষণা গড়ে পাঠানো হবে৷ গ্রামবাসী ফারহান শেখ বলেন, ‘‘আমরা পূর্ব পুরুষদের কাছে শুনে এসেছি৷ এই জায়গায় আগেকার দিনে পাইসরের রাজাদের নব রতন সভা বসতো৷

পাইসর গ্রামে কয়েক শো বছর আগে জমিদাররা থাকতেন৷ আমাদের ধারনা হয়তো রাজ প্রাসাদের বা তাদের তৈরি কোনও মন্দিরের ধ্বংসাবশেষ হয় তো এই মাটির নিচে আজও রয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদীর তীরে৷

আজ গোটা জায়গাটি পুলিশ ঘিরে ফেলে এবং মাটি খোরার কাজ বন্ধ করে দেয়৷’’স্থানীয় সূত্রে আর জানা গিয়েছে, বোলপুরের বিশ্বভারতীতে যে সমস্ত মাটি পরীক্ষক রয়েছেন, তাদের আগামী কাল এই জায়গাটি পরিদর্শনে আসার কথা রয়েছে৷ পরিদর্শন না হওয়া পর্যন্ত মাটি খননের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম/জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে