শনিবার, ১০ মার্চ, ২০১৮, ০৮:৩২:৩৬

গরমকালে শরীরের দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায়

গরমকালে শরীরের দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : গরম কালে কাজের সময় বাস, ট্রাম, মেট্রোয় গাদাগাদি ভিড়ে ওঠা যেন রাতের দুঃস্বপ্ন! গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ! অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে, ঘাম থেকে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। কিন্তু তা নয়!

শরীরের দুর্গন্ধ(ডাক্তারি নাম ব্রোমহিডরোসিস)-র প্রধান কারন, ব্যাকটিরিয়া। আর গরমকালে তাদের বারবারন্ত! কী করে রুখবেন তাদের? জেনে নিন সহজ কিছু উপায়-

১) স্নানের সময় এক মগ জলে ভিনিগার মিশিয়ে বাহুমূল পরিষ্কার করুন।

২) স্নানের জলে কয়েক ফোঁটা গোলাপ জল কিংবা ফিটকিরি মিশিয়ে নিন। ডিয়োডোর‍্যান্টের কাজ করে।

৩) পায়ের পাতার দুর্গন্ধ দূর করতে, এক মগ জলে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে পা ধুয়ে নিন।

৪) ল্যাভেন্ডার, পিপারমিন্ট আর পাইন এশেনসিয়াল অয়েল দুর্গন্ধ দূর করে।

৫) অ্যান্টিব্যাকটিরিয়াল সাবান ব্যবহার করুন।

৬) রোজ এক গ্লাস টোম্যাটোর রস খান। টোম্যাটো শরীরের টক্সিন দূর করে।

৭) বাহুমূল, ঘাড়, পায়ের পাতায় এক টুকরো আলু ঘষে নিন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে