বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, ০১:২৮:২৭

বিশ্বে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পেছাল বাংলাদেশ

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে সুখী দেশের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত বছর তালিকায় ১১০তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার ১১৫তম অবস্থানে নেমে এসেছে। বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে ১৭২ পৃষ্ঠার এ প্রতিবেদনটি প্রকাশ করা হল।

তালিকায় স্থান পেয়েছে মোট ১৫৬টি দেশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রীলংকা ১১৬তম, পাকিস্তান ৭৫তম, নেপাল ১০১তম, ভুটান ৯৭তম ও মিয়ানমার ১৩০তম অবস্থানে রয়েছে।

এছাড়া সুখী দেশের তালিকায় ভারত পিছিয়ে ১১ ধাপ। গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে