শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ০২:৫১:৩৮

কখনো কি ভেবেছেন ঢাকার ফুটপাতের মাঝামাঝি এই হলুদ লাইন কেন?

কখনো কি ভেবেছেন ঢাকার ফুটপাতের মাঝামাঝি এই হলুদ লাইন কেন?

ঢাকা : ঢাকার বেশির ভাগ ফুটপাত এখন নতুন করে তৈরি করা হচ্ছে। আর এই ফুটপাতে বসানো হচ্ছে হলুদ লাল টালি। কেন এই লাল টালির মাঝে দেওয়া হচ্ছে হলুদ টালি? কখনো কি ভেবেছেন ঢাকার ফুটপাতের মাঝামাঝি এই হলুদ লাইন কেন?

হয়ত ভাবছেন সৌন্দর্যের জন্য৷ আসলে তা নয়৷ এই ফুটপাত দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব৷ একটু খেয়াল করলে দেখবেন এই হলুদ টাইলসে সোজা স্ট্রাইপ আছে৷ একটু উচু৷ একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবে৷

আবার ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত৷ পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে৷ চলার পথ করতে গিয়ে আমরা প্রতিবন্ধীদের কথা ভেবেছি৷ জানেন, প্রতিদিন যখন এই ফুটপাত দেখি গর্বে বুকটা ফুলে উঠে৷ ঢাকা সিটির অনেক বদনাম৷ তবে আমাদের ফুটপাত এখন প্রতিবন্ধীবান্ধব৷ ঢাকা সিটি কর্পোরেশনকে ধন্যবাদ৷

বলার প্রয়োজন নেই কার মাথা থেকে এমন আইডিয়া আসতে পারে৷ প্রয়াত মেয়র আনিসুল হকের মাথা থেকেই হয়ত এসেছে৷ দেখেছেন, একজন শিক্ষিত মার্জিত সাংস্কৃতিক ব্যক্তি দায়িত্ব পেলে কি করতে পারে! এখন দেশের অন্য শহরের ফুটপাতগুলো হোক এমন প্রতিবন্ধীবান্ধব৷ জনপ্রতিনিধিদের কাছে এই প্রত্যাশা করবো৷ কারণ দৃষ্টি প্রতিবন্ধী সারাদেশেই আছেন৷

দেশের মোট প্রতিবন্ধী মানুষের অন্তত ২০ শতাংশই দৃষ্টি প্রতিবন্ধী৷ সেই হিসেবে দেশে কমপক্ষে ত্রিশ লাখ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ সংখ্যা দেড় কোটির কম নয়৷ প্রতি বছর পাঁচ লাখের মতো মানুষ নিজের অজান্তেই অন্ধত্বের অসহায় শিকার হন৷ উন্নয়ন চান৷ কিন্তু এত সংখ্যক মানুষকে ভুলে গেলে উন্নয়ন হয়না৷ সবাইকে ভাবতে হবে৷ সবার সুবিধার কথা ভাবনাটাই উন্নয়ন৷

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে