শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ০৭:২৮:৫০

দশম শ্রেণির প্রশ্নপত্রে কোহলিকে নিয়ে রচনা...!

দশম শ্রেণির প্রশ্নপত্রে কোহলিকে নিয়ে রচনা...!

এক্সক্লুসিভ ডেস্ক: এ যুগের শচীন টেন্ডুলকার পেয়ে গেছে ভারত। পুরোপুরি না হলেও কাছাকাছি মানের। তার নাম বিরাট কোহলি। বিশ্বের যে কোনো বোলারের জন্য এই নামটি আতঙ্কের। ভয়ংকরতম এই ব্যাটসম্যান এবার উঠে এলেন মাধ্যমিকের প্রশ্নপত্রে। ভারতে দশম শ্রেণির ইংরেজি বিষয়ের ওপর বোর্ড পরীক্ষায় এসেছে ভারত অধিনায়ককে নিয়ে রচনা লেখার প্রশ্ন।

গরুর রচনা থেকে শুরু করে এইম ইন লাইফ, কতকিছুই না পড়ে এসেছিল শিক্ষার্থীরা! কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন হাতে নিয়ে তাদের চুক্ষু চড়কাগাছ! পূর্ণমান ১০। কোহলি ভারতে এতটাই জনপ্রিয় যে, তার বায়োগ্রাফির ব্যাপারে স্কুলশিক্ষার্থীরাও বেশ ধারণা রাখেন। তারপরেও প্রশ্নপত্রে কিছু তথ্যও তুলে দেওয়া হয়েছিল।

তথ্যগুলো ছিল এরকম:

জন্মঃ ৫ নভেম্বর, ১৯৮৮, দিল্লি

বাবাঃ প্রেম কোহলি, আইনজীবী

মাঃ সরোজ কোহলি, গৃহবধূ

৩ বছর বয়স থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ

৯ বছর বয়সে পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি

ডান হাতি ব্যাটসম্যান, ডান হাতি মিডিয়াম পেসার, দুরন্ত ফিল্ডার

টেস্ট অভিষেকঃ ২০১১

ভারতীয় দলের অধিনায়কঃ ২০১৪

টেস্টে পাঁচ হাজারেরও বেশি রান

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজারেরও বেশি রান

অর্জুন পুরস্কার পানঃ ২০১৩

প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর কোহলিকে নিয়ে রচনা লেখতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরীক্ষার পর এমন প্রশ্ন দেখে সংবাদমাধ্যম কর্মীরাও শিক্ষার্থীদের কাছে ছুটে যান তাদের প্রতিক্রিয়া জানার জন্য। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা জন্যই প্রশ্নপত্রে কোহলিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া ম্যাড়ম্যাড়ে পাঠ্যপুস্তকের বাইরে আনন্দের সঙ্গে তাদের পড়াশোনায় মনযোগী করে তোলাও ছিল একটা উদ্দেশ্য।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে