শনিবার, ১৭ মার্চ, ২০১৮, ০৩:৪৫:০৩

যে কারণে নোবেল পাননি স্টিফেন হকিং

যে কারণে নোবেল পাননি স্টিফেন হকিং

এক্সক্লুসিভ ডেস্ক : স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে ব্ল্যাক হোলের অজানা রহস্যের নানা দিকে বিচরণ করেছেন। মহাবিশ্বের রহস্য সন্ধানী এই পদার্থবিদের ‘হকিং রেডিয়েশন’তত্ত্ব আলোড়ন ছড়িয়েছিল।

কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তাঁর গবেষণা পদার্থবিদ্যার জগতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবুও বিজ্ঞান জগতের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার তিনি ছুঁতে পারেননি। কিন্তু কেন নোবেল পেলেন না হকিং?

শারীরিক প্রতিবন্ধকতা কোন দিনই তাঁর কাজে বাঁধা হয়ে দাড়াতে পারেননি। তাঁর মুখের ভাষা চলে গিয়েছিল, হয়ে পড়েছিলেন পক্ষাঘাতগ্রস্ত। এই অবস্থাতেই শত শত বছরের বৈজ্ঞানিক বিপ্লবের পরেও বিজ্ঞানকে তিনি জনপ্রিয় করে তুলেছেন।

যে কারণে নোবেল পাননি স্টিফেন হকিং:- পুনে ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের ডিরেক্টর এবং পদার্থবিদ্যার অধ্যাপক সোমক রায় চৌধুরী জানিয়েছেন, জটিল বিজ্ঞান আর সাধারণ মানুষের মধ্যে একটা সেতুবন্ধনই হকিংয়ের ‘স্টারডম’-র কারণ।

কিন্তু, তাঁর সব চিন্তাভাবনা ছিল খাতায় কলমে বন্দি। বাস্তব প্রয়োগের রাস্তা সেখানে ছিল অবরুদ্ধ। তাই সাফল্যের চূড়ায় পৌঁছলেও নোবেলের স্বাদ থেকে দূরেই থেকে গিয়েছেন।

বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর সিনিয়র প্রফেসর সন্দীপ চক্রবর্তী বলেন, হকিং নোবেল কেন পাননি সেই প্রশ্ন আজ বার বার ঘুরে ফিরে আসছে। মহাবিশ্বের তথ্যভাণ্ডাররে বিশাল অংশ ছিল যাঁর নখদর্পণে, সেই কিংবদন্তি বিজ্ঞানীর নোবেল না পাওয়ার পিছনে ছিল একটাই কারণ। সারা জীবন ধরে যে তত্বগুলোর কথা বার বার বলে এসেছেন তিনি, তা পরীক্ষিত সত্য বলে প্রমাণ করার মতো প্রযুক্তিই এখনো উদ্ভাবিত হয়নি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে