শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ১২:০০:২৩

প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকের ‘BFF’ সম্পর্কে এই তথ্য আপনার জানা উচিত

প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকের ‘BFF’ সম্পর্কে এই তথ্য আপনার জানা উচিত

এক্সক্লুসিভ ডেস্ক : তথ্য চুরির দায়ে ফেসবুকের বিরুদ্ধে পৃথিবীব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন মার্ক জুকারবার্গ। ফেসবুকের নিরাপত্তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

আর এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী মানুষ অন্যদের ধাপ্পা দিচ্ছেন। তথ্য চুরি যাওয়া রুখতে অনেকে ইতিমধ্যেই ‘BFF সিকিউরিটি টেস্ট’-এর শরণাপন্ন হয়েছেন। কিন্তু সেই পদ্ধতি আদতে যে সঠিক নয়। এই পদ্ধতি ভুয়া।

BFF ছাড়াও এমন বেশ কিছু শব্দ রয়েছে, যেগুলি ফেসবুকের পোস্টে হোক বা কমেন্টে লিখলে আপনি ও আপনার বন্ধুরা সাক্ষী থাকবেন এক অন্য অনুভূতির। দেখতে পাবেন অ্যানিমেশন, শুনতে পাবেন দুর্দান্ত সব সাউন্ড এফেক্টও। কী সেই সব শব্দ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জোর গুজব রটেছে যে, BFF লিখলে যদি রঙিন দুটি হাতের অ্যানিমেশন দেখতে পান- তাহলে নাকি আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে! যদি না দেখতে পান, তাহলে অবিলম্বে পাসওয়ার্ড বদলে ফেলার ‘সু-পরামর্শ’ও দিচ্ছেন কেউ কেউ। আসলে পুরোটাই গুজব ও ভুয়া। যে কারণে BFF লিখলে প্রোফাইলে রঙিন, মজাদার অ্যানিমেশন দেখতে পাওয়া যাচ্ছে, ফেসবুকের সেই ফিচারটির নাম Text Delight।

ফেসবুকের অভিজ্ঞতাকে আরও মজাদার করতে বছরখানেক আগে থেকেই এই ফিচারটি চালু রয়েছে। কিন্তু ‘কেমব্রিজ অ্যানালিটিক্স’ বিতর্কের পরে আচমকাই এর ব্যবহার নতুন করে আলোচনায় উঠে এসেছে। অনেকেই আগাগোড়া না জেনে প্রোফাইলে BFF লিখে নিজেকে ‘সুরক্ষিত’ রাখতে চাইছেন। কিন্তু এভাবে প্রোফাইল সুরক্ষিত রাখা যায় না। অ্যাকাউন্ট নিরাপদে রাখতে চাইলে নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পাল্টাতে হয়।

এবার আসা যাক, আর কোন কোন শব্দ লিখলে ফেসবুকে এরকম মজাদার অ্যানিমেশন দেখতে পাওয়া যাবে? দেখে নিন সেই তালিকা।

bff – অধুনা ডিকশনারিতে BFF-এর অর্থ ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার।’ বন্ধুত্বকে কুর্নিশ জানাতেই হাই ফাইভ দেখতে পাবেন এই শব্দটির উপর ক্লিক করলে।

best wishes – স্মার্টফোনের স্ক্রিনে এই শব্দের উপর আঙুল ছোঁয়ালে দুটি রঙিন হাতের অ্যানিমেশন দেখা যাবে।

bisous – ভূরি ভূরি প্রেমের প্রতীক আপনার স্ক্রিনে ফুটে উঠবে।

hongera – দেখতে পাবেন বেলুনের সমাহার। সেই সঙ্গে রয়েছে মজাদার সাউন্ড এফেক্টও।

xoxo – প্রোফাইলে লিখে একবার এন্টার টিপে দেখুন! প্রেমের বাহার প্রোফাইলে উপচে পড়বে।

Congrats বা congratulations – পর্দায় ওড়াউড়ি করবে অসংখ্য বেলুন।

you’re the best – তারার মতো দেখতে মজাদার চিহ্নের অ্যানিমেশন দেখা যাবে।

you got this – দেখতে পাবেন ‘থাম্বস আপ’।

তা বলে ভাববেন না, বাংলার জন্য এরকম কিছু ভাবেনি বিশ্বের এক নম্বর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বাংলাতেও এমন একাধিক শব্দ রয়েছে, যেগুলি লিখেও একইরকম মজাদার অনুভূতি মিলবে।

সোনা – নিজের প্রেমিক/প্রেমিকাকে সোনা বলে ডাকেন? বাঙালির কাছে ‘সোনা’ আর প্রেম যেন সমার্থক! তাই এই শব্দটি লিখে পোস্ট করলেই এটি লাল হয়ে যাবে। সঙ্গে অন্য কিছু লিখলে সেগুলি অবশ্য কালোই থাকবে। আর ক্লিক করলে দেখতে পাবেন অসংখ্য ‘লাভ সাইন।’

অভিনন্দন – একই নিয়ম খাটে এক্ষেত্রেও।

কী বুঝলেন তাহলে? আপনার প্রোফাইল হ্যাক হওয়া বা না হওয়ার সঙ্গে টেক্স ডিলাইট ফিচারের কোনও যোগ নেই।  প্রতারণা থেকে বাঁচতে ফেসবুকের ‘BFF’ সম্পর্কে এই তথ্য আপনার জানা উচিত। যাঁরা উপরের শব্দগুলি লিখে কোনও অ্যানিমেশন দেখতে পাচ্ছেন না, তাঁরা কী করবেন তাহলে? তাঁদের এখনই ফেসবুক অ্যাপটি আপডেট করতে হবে। তাহলেই দেখতে পাবেন মজাদার এই সব অ্যানিমেশন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে