সোমবার, ২১ মে, ২০১৮, ০৯:১৪:১৯

সূর্যের চেয়ে ২০ বিলিয়ন গুণ বড় কালো গহ্বরের সন্ধান!

সূর্যের চেয়ে ২০ বিলিয়ন গুণ বড় কালো গহ্বরের সন্ধান!

এক্সক্লুসিভ ডেস্ক: কালো গহ্বরের আয়তনটি এত বিশাল যে তা দুইদিনে একবার সূর্যকে গিলে খেয়ে ফেলতে সক্ষম। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির জোতির্বিজ্ঞানীরা এধরনের কালো গহ্বর আবিস্কারের পর বলছেন, এ গহ্বরটি দ্রুত বাড়ছে। ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরের ওই কালো গহ্বরটি অন্তত আমাদের সূর্যের চেয়ে ২০ বিলিয়ন গুণ বড়।

গবেষকরা বলছেন, গহ্বরটি এতই বড় যে এর মাধ্যাকর্ষণ শক্তির টানে সূর্যের সমান আয়তন দুদিনে ঢেকে যাবে। উজ্জ্বলতায় এটি সমস্ত ছায়াপথের চেয়েও বেশি বা হাজার বার জ্বলজ্বল করে। গবেষক ড. ক্রিস্টিয়ান ওল্ফ বলেন, গহ্বরটি আমাদের ছায়াপথের কেন্দ্রে স্থাপন করলে তা চাঁদের চেয়ে ১০গুণ বেশি ঔজ্বল্য দেবে। 

আর সকল তারকারাজির ঔজ্বল্য এর কাছে ম্লান হয়ে যেতে বাধ্য। গহ্বরটিতে রয়েছে অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্য। আর ছায়াপথে এ কালো গহ্বরটি এসে পড়লে আমাদের পৃথিবীতে টিকে থাকা দায় হয়ে পড়বে কারণ বিশাল পরিমাণ অতিবেগুনী রশ্মি নির্গত হওয়ার কারণে।

বিজ্ঞানীরা স্কাইম্যাপার টেলিস্কোপের সাহায্যে গহ্বরটি সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে বিজ্ঞানীরা এ গহ্বরটির দ্রুত বৃদ্ধির কারণ এখনো নিরুপণ করতে পারেননি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে