রবিবার, ১০ জুন, ২০১৮, ০৩:৩৪:৪৯

এক নজরে মেসিকে নিয়ে সেরা ১৩ উক্তি

এক নজরে মেসিকে নিয়ে সেরা ১৩ উক্তি

এক্সক্লুসিভ ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর সামনেই দাড়িয়ে আছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবলের আসর। আর এই আসরটিই হতে যাচ্ছে মেসির শেষ টুর্নামেন্ট। আর মেসিকে নিয়ে প্রায়ই নানাজন হরেকরকম মন্তব্য করে থাকে। আসুন সে সব মন্তব্য বা উক্তি থেকে জানে নেই, মেসিকে নিয়ে এক নজরে সেরা ১৩ উক্তি।

১. আমি কখনোই মেসির মত কাউকে দেখিনি। সে ইশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজ গুলো করে সেটা আমি পছন্দ করি। এটা ইর্ষা নয়। তখন আমি আনন্দিত হই- আদ্রা তুরান

২. আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ- লুইস ফিগো

৩. এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি। সে এলিয়েন- পুয়েল

৪. মেসির খেলা দেখা অনেকটাই ভিডিও গেমের মত। মেসি ফুটবল মাঠে যা করে তা অচিন্তনিয়। সে এদিক সেদিক হাটাহাটি করে আর সুযোগ পেলেই ম্যাজিক তৈরি করে- ভিক্টোরিয়া আজারেঙ্কা।

৫. সে সবসময় সামনে দিকে এগিয়ে চলে। বল পায়ে সে ব্যাক কিংবা সাইডে পাস করে না। তার শুধু একটাই চিন্তা সামনে এগিয়ে চলো গোল করো। তাই একজন ফুটবল ভক্ত হিসেবে তার শো উপভোগ করো- জিদান

৬. কে বিশ্বসেরা খেলোয়াড়? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়াড়? লিও মেসি- আর্সেন ওয়েঙ্গার।

৭. আমি সেই খেলোয়াড়কে দেখেছি যে আর্জেন্টিনায় আমার জায়গা দখল করেছে। সে হল মেসি এবং সে সেরা- ম্যারাডোনা।

৮. আমি মেসিকে পছন্দ করি। সে অসাধারণ খেলোয়াড়- পেলে।

৯. মেসির ডান পায়েরে প্রয়োজন হয়না। সে শুধু বাম পায়েই বিশ্ব সেরা। একবার ভাবুন, সে যদি ডান পাও ব্যবহার করত তাহলে আমরাই সমস্যায় পড়ে যেতাম- ইব্রাহিমোবিচ।

১০. রোনালদোর জীবনে একমাত্র খারাপ জিনিস হল মেসি। যদি মেসি না থাকত তাহলে রোনালদোই হত বিশ্বসেরা- স্কলারি।

১১. আমি বিশ্বাস করিনা, মেসর মত এরকম করে অন্য কেউ ফুটবল খেলতে পারবে- মাইকেল ওয়েন।

১২. মেসি হল একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি তখন আমার ম্যারাডোনার কথা মনেহয়- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

১৩. তাকে নিয়ে লিখো না। তাকে বর্ননা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও- গার্দিওলা।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে