শনিবার, ১৪ জুলাই, ২০১৮, ০৯:১৭:৫৫

ক্রোয়েশিয়ার পাঁচটি অজানা তথ্য!

ক্রোয়েশিয়ার পাঁচটি অজানা তথ্য!

এক্সক্লুসিভ ডেস্ক:  প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে অবশেষে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলতে যাচ্ছে ক্রোয়েশিয়া। তবে দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট এই দেশটির কিছু তথ্য এখনো অনেকের অজানা। আসুন তবে জেনে নেই ক্রোয়েশিয়ার পাঁচটি অজানা বিষয়ে:

১৯৯১ সালে ক্রোয়েশিয়ার জন্ম

রোমান সাম্রাজ্যের সময়ে ক্রোয়েশিয়ার অস্তিত্ব থাকলেও ১৯৯১ সালের আগে দেশটির কোনো স্বাধীনতা ছিল না। যুগোস্লাভিয়া থেকে পৃথক হয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে ১৯৯১ সালে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ ক্রোয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৪০ লাখ।

বন-জঙ্গলে ঢাকা দেশটির এক তৃতীয়াংশ

বিশ্ব ব্যাংকের হিসেব অনুসারে ক্রোয়েশিয়ার তিন ভাগের এক ভাগ এলাকায়ই রয়েছে অরণ্য। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্রোয়েশিয়ার বন-জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে অসাধারণ সব লেক, পার্ক আর ঝর্ণা। ক্রোয়েশিয়ার বৃহত্তম প্লিটভিচ লেকটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে।

ডালমাশিয়ান কুকুরের উৎস:

বিরল প্রজাতির ডালমাশিয়ান কুকুরের উৎস দেশ ক্রোয়েশিয়া। সাদা চামড়ার ওপর কালো কালো দাগে ঢাকা এই প্রজাতির কুকুরের দেহের উপরিভাগ। ডালমাশিয়ায় এ প্রজাতির কুকুরের উৎপত্তি বলে অনেকেই একে ডালমাশিয়ান কুকুর বলে থাকে।

গেম অফ থ্রোনসের শহর:

পুরো গেম অফ থ্রোনস সিনেমাটি চিত্রায়িত করার কারণে ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক শহরটি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। এছাড়া প্রাচীনকালের ঐতিহ্যবাহী গথিক ও রেঁনেসা গির্জার জন্যেও এই শহরটি সুপরিচিত।

ক্রোয়েশিয়ার ঐতিহ্য ক্রাভাত টাই

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবেতে পালিত হয়ে আন্তর্জাতিক ক্রাভাত দিবস। ক্রাভাত হলো একটি বিশেষ ধরনের টাই যা গলার চারপাশে পড়া হয়। আধুনিককালের ’নেক টাই’ বা ’বো টাই’ এর সাথে এর কিছুটা মিল রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে